মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ১১:৩৩:৫৩

পার্থ স্কোরচার্সে হয়ে বিগ ব্যাশ লীগে খেলবেন ইয়ান বেল

পার্থ স্কোরচার্সে হয়ে বিগ ব্যাশ লীগে খেলবেন ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোয়া টোয়েন্টি২০ বিগ ব্যাশ লীগে (বিবিএল) পার্থ স্কোরচার্সে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। এই দলে তিনি সতীর্থ ডেভিড উইলি ও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিশেল জনসনের সাথে যোগ দিবেন।

ইংলিশ কাউন্টিতে ওয়ারউইকশায়ারের অধিনায়কত্ব করা ৩৪ বছর বয়সী বেল এর আগে বেশ কয়েকটি এ্যাশেজ সফরে পার্থসহ পশ্চিম অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহরে খেলেছেন। এবারই প্রথম বিবিএল এ খেলতে যাচ্ছেন বেল।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, স্কোরচার্সের হয়ে চলতি বছর বিগ ব্যাশ লীগে পার্থে পুনরায় খেলার সুযোগ পেয়ে আমি দারুন আনন্দিত। ক্যারিয়ারের শুরুতে এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি। কোচ জাস্টিন ল্যাঙ্গারের সাথে কাজ করতে পারাটাও চমৎকার একটি অভিজ্ঞতা।

ল্যাঙ্গারের মতে ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে পেয়ে স্কোরচার্স দারুন উপকৃত হবেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৪০ গড়ে ২২টি সেঞ্চুরি করার এই ব্যাটসম্যানের কাছ থেকে স্কোরচার্স অনেক অভিজ্ঞতাই ভাগাভাগি করতে পারবে।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে খেলা হয়। গত বছর এই আসরে কেভিন পিটারসন, জ্যাক ক্যালিসের মত বড় তারকাদের উপস্থিতি টুর্ণামেন্টের চেহারাই পাল্টে দিয়েছিল। বিবিএল’এ এ পর্যন্ত সবচেয়ে সফল দল হলো স্কোরচার্স। ২০১১ সালে শুরু হবার পর থেকে এ পর্যন্ত ৫টি ফাইনালের চারটিতেই তারা খেলেছে।

গত বছর নভেম্বরে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন বেল। ১১৮ টেস্টে তার সংগ্রহে রয়েছে ৭৭২৭ রান। এছাড়াও ১৬১টি ওয়ানডে থেকে ৩৭.৮৭ গড়ে ৫ হাজারেরও বেশী রান করেছেন। আটটি টি২০তে তার সর্বোচ্চ স্কোর ৬০।
৩০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে