বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ১২:৪৫:২৪

৩ উইকেট হারিয়ে সর্বোচ্চ ৪৪৪ রান করে বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড

৩ উইকেট হারিয়ে সর্বোচ্চ ৪৪৪ রান করে বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড। নটিংহামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মঙ্গলবার পাকিস্তানি বোলারদের ওপর রীতিমত তা-ব চালিয়ে ৩ উইকেটে ৪৪৪ রান সংগ্রহ করেছে ইয়ন মরগানের দল।

ওডিআইতে এতদিন দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। ২০০৬ সালের জুলাইতে অ্যামস্টেলভিনে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে ৪৪৩ রান সংগ্রহ করেছিল মাহেলা জয়াবর্ধনের দল। ১০ বছরেরও বেশি সময় পর সেই রেকর্ড নিজেদের দখলে নিল ইংল্যান্ড।

নটিংহামে আজ ইংল্যান্ডের রান উৎসবে নেতৃত্ব দিয়েছেন ওপেনার অ্যালেক্স হেলস। ১২২ বলে ২২টি চার ও ৪ টি ছক্কায় খেলেছেন ১৭১ রানের মারকাটারি ইনিংস। এছাড়া জস বাটলারের ৫১ বলে ৯০, অধিনায়ক ইয়ন মরগানের ২৭ বলে ৫৭ রান ছিলো ইংল্যান্ডের ইনিংসের অন্যতম চালিকা। স্বভাবসুলভ ব্যাটিং করে জো রুট খেলেছেন ৮৬ বলে ৮৫ রানের ইনিংস।

মাঠে এদিন পাকিস্তানি বোলাররা ছিলেন রীতিমত অসহায়। দলীয় ৩৩ রানে পেসার হাসান আলী জেসন রয়কে ফেরানোর পর তাদের উইকেট শূন্য কাটাতে হয়েছে ৩২টি ওভার। দ্বিতীয় উইকেটে হেলস ও রুটের জুটিতে আসে ২৪৮ রান। ৩৭তম ওভারের শেষ বলে হেলসকে এলবিডব্লিউ করেন হাসান আলী। এরপর দলের খাতায় আর মাত্র ২ রান যোগ করেই ফিরে যান রুট। তারপর আবার শুরু হয় রান উৎসব। শেষ ১২ ওভারে জস বাটলার ও ইয়ন মরগান গড়েন অবিচ্ছিন্ন ১৬১ রানের জুটি।

পাকিস্তানি বোলারদের মধ্যে ১০ ওভারে ৬২ রান দিয়ে সবচেয়ে মিতব্যয়ী(!) ছিলেন মোহাম্মদ নওয়াজ। পেয়েছেন ১ উইকেট। দলের সেরা পেসার মোহাম্মদ আমির ৭২ রান দিয়ে উইকেট শূণ্য। তার চেয়ে ২ রান বেশি খরচ করে হাসান আলী নিয়েছেন ২ উইকেট। আরেক পেসার ওয়াহাব রিয়াজ ১১০ রান দিয়ে উইকেট শূণ্য।

এই ম্যাচ জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে। কিন্তু র‌্যাকিংয়ে ৯ নম্বর দলের কাছ থেকে তেমন কিছু আশা করার সাহস কোন অন্ধ সমর্থকও পাওয়ার সাহস রাখবে কী?
৩১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে