বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৯:২৫:৩৮

BMW নিয়ে সচীনকে কটাক্ষ শোভার, অতপর…

BMW নিয়ে সচীনকে কটাক্ষ শোভার, অতপর…

স্পোর্টস ডেস্ক : আসর শেষ হলেও ভারতের রিও অলিম্পিক ‘মিশন’ এবং শোভা দে এপিসোড যেন কিছুতেই শেষ হচ্ছে না! অবশ্য শেষ করতে চাইছান না লেখিকা স্বয়ং!

অলিম্পিক চলাকালীন শোভা দে’র ভারতীয় অ্যাথলিটদের নিয়ে শোভা দে’র তির্যক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল গোটা দেশজুড়ে৷

অভিনব বিন্দ্রা পদক না পাওয়ার পর তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন৷ অলিম্পিক শেষ, কিন্তু মুখ বন্ধ হয়নি লেখিকার৷ নিজেকে বিতর্কের মধ্যে রাখতেই মনে পছন্দ করছেন তিনি।

এবার তার নিশানা মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকর৷ দেশে ফেরার পর পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকারদের সাফল্যের জন্য ‘মাস্টার ব্লাস্টার’ BMW উপহার দিয়েছেন তাদের। শচীনের উপহার দেওয়া নিয়েও রয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, শচীন নিজের টাকায় এই দামি গাড়ি উপহার দেননি। হায়দরাবাদ ডিস্ট্রিক্ট সংস্থার প্রেসিডেন্ট চামুন্ডেশ্বরনাথই মূল্যবান গাড়ি উপহার দিয়েছেন সকলকে।

এই গাড়ি দেওয়া নিয়েই যত সমস্যা৷ সুযোগের সদ্ব্যহার করতে ছাড়েননি শোভা দে৷ শচীন BMW গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে আক্রমণ করে শোভা দে টুইটে লেখেন, এটা পুরোটাই BMW কোম্পানির একটা বিজ্ঞাপনী চাল। শুধু গাড়ি পেলেই তো আর হল না, এই ধরণের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচা নেহাতই কম নয়!

আর সেই বিষয়টি নিয়ে দৃছ্টি আকর্ষণ করে শোভা দে বলছেন, ‘দামি গাড়ি হলেই তো চলবে না৷ গাড়ি চালানোর যে খরচ, তা কে দেবে? ভাল বিজ্ঞাপন ছাড়া এটা আর কিছু নয়।’ এখানেই শেষ নয়, শোভা দে শচীনকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, এই গাড়ি কি শচীন নিজের পয়সায় দিলেন, নাকি ঘটা করে চাবি তুলে দেওয়াই ছিল মাস্টার-ব্লাস্টারের কাজ৷-কলকাতা
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে