বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ১০:০৬:২১

পরীক্ষা খারাপ দিয়েও রোল নম্বর এক হলো কোহলির!

পরীক্ষা খারাপ দিয়েও রোল নম্বর এক হলো কোহলির!

স্পোর্টস ডেস্ক : মার্কিন মুলুকে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে ভারতকে৷ ফ্লোরিডায় দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়৷ পরীক্ষা খারাপ দিয়েও রোল নম্বর এক হলো কোহলির!

সেখানে ব্যাট হাতে নামার সুযোগ পাননি, তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্যে রেকর্ড রান তাড়া করতে নেমে মাত্র ১৬ করেই ডাগ-আউটের পথ ধরেন বিরাট কোহলি৷ যদিও কুড়ি-কুড়ি ক্রিকেটে নিজের প্রথমস্থানটি ধরে রেখেছেন কোহলি৷
 
টি-২০ ক্রিকেটে আইসিসি-র ব্যাটসম্যানদের সদ্য প্রকাশিত ক্রমতালিকায় নিজের শীর্ষস্থান অক্ষুন্ন রাখলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক৷ অন্যদিকে, চার ধাপ এগিয়ে এসে সেরা পাঁচ বোলারের তালিকায় চলে এলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বোলারদের তালিকায়  তিনি তৃতীয়।

তবে সবচেয়ে নজর কেড়েছেন কে এল রাহুল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ৬৭ ধাপ এগিয়ে রাহুল উঠে এসেছেন ৩১ তম স্থানে। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল ১১০ রানে অপরাজিত থাকেন। যদিও ম্যাচটি মাত্র ১ রানে হেরে যায় ভারত।
 
টি-টোয়েন্টি দলগত ক্রমতালিকায় বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সামান্য ব্যবধানে ভারতের থেকে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠে এল। সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ানরা ভারতের ১২৮ থেকে থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে ছিল। সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়েছে ১২৬। ভারতের ১২৫। ১৩২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে