বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ১২:১৭:২১

প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই অন্যরকম অনুভূতি টাইগার রুবেলের, মুখ খুলে যা বললেন

প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই অন্যরকম অনুভূতি টাইগার রুবেলের, মুখ খুলে যা বললেন

স্পোর্টস ডেস্ক : এখন সোনায় সোহাগা বলা যেতে পারে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। এর আগে আসছে আফগানিস্তান। ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে অন্যরকম অনুভূতি টাইগার ক্রিকেটারদের।

২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চমক ছিলো রুবেল হোসেনের। সেই সুখস্মৃতি নিয়েই আসন্ন সিরিজে ইংলিশদের বিপক্ষে মাঠে নামতে চান তিনি। জানালেন, প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই অন্যরকম অনুভূতি থাকে।

আসন্ন সিরিজটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস রুবেল হোসেনের। বলেন, ‘বিশ্বকাপটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই স্পেলটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

এটা আমার সব সময় মনে থাকবে। ইংল্যান্ডের সাথে আমাদের শেষ ম্যাচটা খুবই ভালো হয়েছিল। আর প্রতিপক্ষ যখন ইংল্যান্ড তখন সবার অন্যরকম অনুভূতি থাকে। আমি আশা করি খুব ভালো একটা সিরিজ হবে।’

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল। ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে ফের প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রফেশনাল ক্রিকেটার।

অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছি। নিজের কাছেও খুব খারাপ লাগে যখন দেখি জাতীয় দলের হয়ে খেলতে পারছি না। সামনে আমাদের অনেক কঠিন সিরিজ রয়েছে, যদি সুযোগ পাই তাহলে ভালো কিছু করে দেখাতে চেষ্টা করবো।’
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে