মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫৪:২১

ইংল্যান্ড নাকি পাকিস্তান- কে হাসবে শেষ হাসি?

ইংল্যান্ড নাকি পাকিস্তান- কে হাসবে শেষ হাসি?

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে-টেস্ট যাই হোক না কেন সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সফর শেষ করতে চায় স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তান। এমন লক্ষ্যে আগামীকাল সফরের শেষ ও একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ম্যানচেস্টারে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি।

চার ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ইংল্যান্ড ও পাকিস্তান। এরপর ওয়ানডে সিরিজে নিজেদের খেই হারিয়ে ফেলে পাকিস্তান। আজহার আলীর নেতৃত্বে অনেকে ভেবেছিল ভালো করবে পাকিস্তান। কিন্তু তা তো হয়নি বরং ৪-১ ব্যাবধানে হেরেছে সফরকারীরা।

ইংল্যান্ড তারকা মরগানের আশাবাদ, ‘মাত্র একটি টি-২০। তাই এ ম্যাচে কোন ভুল করা যাবে না। পুরো ম্যাচেই ভালো খেলতে হবে। এই ফরম্যাটেও আমরা ভালো দল। আশা করি, এ ম্যাচটি আমরাই জিতবো। এ ম্যাচের জয় দিয়ে সফর শেষ করতে চাই আমরা।’

জয় দিয়ে সফর শেষ করার আশা করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও, ‘ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওই ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তাই টি-২০ ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছি আমরা। জয় দিয়ে সফর শেষ করতে পারলে ভালোই হবে।’
ইংল্যান্ড স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জশ বাটলার (উইকেট রক্ষক), অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, তাইমাল মিলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জোর রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি ও মার্ক উড।

পাকিস্তান স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট রক্ষক), খালেদ লতিফ, শারজিল খান, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর ও আমাদ বাট।
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে