বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৬:৪৫

নেইমারের গোলেই জয় পেলো ব্রাজিল

নেইমারের গোলেই জয় পেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে প্রথম শিরোপা জেতার পর থেকে দুর্দান্ত গতিতে ছুটছে ব্রাজিল। নেইমারের জয়সূচক গোলে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এবার কলম্বিয়াকে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের মানাউসে বাংলাদেশ সময় বুধবার সকালে ২-১ গোলের এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এসেছে তিতের দল।

পাঁচ দিন আগে একুয়েডরকে ৩-০ গোলে হারানো দলের একাদশই নামান নতুন কোচ তিতে। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। দেশের হয়ে ইন্টার মিলানের ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩২তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন নেইমার। ডি-বক্সে ঢুকে পড়ে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের কোনোকুনি শট শুয়ে পড়ে হাত বাড়িয়ে ঠেকান গোলরক্ষক দাভিদ অসপিনা।

একটু পরই নেইমারের দারুণ পাস থেকে বল জালে জড়িয়ে পাউলিনিও উচ্ছ্বাসে মাতার পর উল্টো হলুদ কার্ড দেখেন। বলটি হাত দিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন এই মিডফিল্ডার।

৩৬তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেসের উঁচু পাস ডি-বক্সে হেডে বিপদমুক্ত করতে গিয়ে গোলরক্ষক আলিসনের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন মারকিনিয়োস।

দুই মিনিট পরই নেইমারের আরেকটি শট ঠেকান অসপিনা। বিরতির পর দশম মিনিটে উইলিয়ানের বাড়ানো বল ঠিকমতো নিয়ন্ত্রণে না নিতে পেরে গোলের সুযোগ হারান রেনাতো আউগুস্তো।

পুরো ম্যাচে দারুণ খেলা নেইমার অবশ্য ব্রাজিলকে ঠিকই এগিয়ে নেন ৭৪তম মিনিটে। কৌতিনিয়োর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নীচু শটে এবার অসপিনাকে পরাস্ত করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

দেশের হয়ে ৭২টি ম্যাচ খেলে নেইমারের গোল হলো ৪৮টি।৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়েও কৌতিনিয়ো ব্যবধান বাড়াতে পারেননি ইতস্তত করে।

দারুণ এই জয়ে আট ম্যাচে তিতের দলের পয়েন্ট হলো ১৫। প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া উরুগুয়ের পয়েন্ট ১৬। গোল পার্থক্যে শীর্ষে আছে  সুয়ারেসরা।

আগের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভেনেজুয়েলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আট ম্যাচে এদগার্দো বাউসার দল আর্জেন্টিনার পয়েন্ট ১৫।

অন্য ম্যাচে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা চিলির পয়েন্ট ১১।-বিডি নিউজ
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে