শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৯:২৪:০৩

‘অস্ট্রেলিয়া না আসায় এদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না’

‘অস্ট্রেলিয়া না আসায় এদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না’

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট টিম সফর করলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো। তবে তাদের না আসাটা আমাদের ক্রিকেটের কোন ক্ষতি হবে না।  ক্রিকেট বাংলাদেশে এখন আর কোন অনুগ্রহের পাত্র নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

গতকাল শুক্রবার দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টিম অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারপরও তারা কোনো পর্যবেক্ষণের ভিত্তিতে সিরিজটি স্থগিত করলো সেটা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়।এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান এমন নেই যে, কারো মুখের দিকে চেয়ে চলতে হবে। যোগ্যতার মাধ্যমেই বাংলাদেশ তার অবস্থান তৈরি করেছে। সুতরাং বাংলাদেশকে গণ্য করেই চলতে হবে।’

এজিডব্লিউইবি প্রকল্পের সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ ব্যাংকের খুলনা জোনের মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র ভদ্র ও উপ-পরিচালক মাসুম বিল্লাহ, ইরোপিয়ান ফান্ডেড প্রজেক্টের টিম লিডার ড. আলী বাসেত ও আইএফআইসি ব্যাংকের যশোর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোমতাজুল হক।
৩ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে