শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৪২:০৮

বিপিএলের সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে যে জনপ্রিয় টিভি চ্যানেলটির

বিপিএলের সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে যে জনপ্রিয় টিভি চ্যানেলটির

স্পোর্টস ডেস্ক: জমজমাট দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একেবারে গোড়ার দিক থেকে আসরটির টেলিভিশন স্বত্ত্ব ছিল বেসরকারি টিভি চ্যানেল নাইনের। তবে বিপিএলের চতুর্থ আসরে সম্প্রচার স্বত্ত্ব হারাতে যাচ্ছে এই চ্যানেলটি। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে না পারায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক শেখ সোহেল।

বৃহস্পতিবার সাংবাদিকদের শেখ সোহেল বলেন, “ চ্যানেল নাইনের সঙ্গে আমাদের তিন বছরের চুক্তি ছিল। তবে এবার বিপিএল বোর্ড সেটি ভাঙতে যাচ্ছে। কেননা চ্যানেল নাইন বিভিন্ন সময়ে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে চেয়েও আর করে নি।”

তিনি আরো বলেন, ‘আমরা তাদের আনুষ্ঠানিকভাবে কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু তারা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চ্যানেল নাইনের সাথে এই বছরের সহ চার বছরের চুক্তি বাতিল করতে যাচ্ছি।’
 
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বিপিএলের চতুর্থ আসর। আগে বলা হয়েছিল এবারের বিপিএল তিন ভেন্যুতে হবে। তবে অনিবার্য কারণে সেটি আর হচ্ছে না। আগের বারের মতো এবারো বিপিএলের সব ম্যাচ হবে ঢাকা ও চট্টগ্রামে।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে