শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩৩:৩০

‘১০ জনকে একাই হ্যান্ডেল করতে পারব’

‘১০ জনকে একাই হ্যান্ডেল করতে পারব’

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষ্যে ঘোষিত ১৩ সদস্যের দলে ছিলেন ক্রিকেটের অন্যতম তারকা অলরাউন্ডার ও পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শহীদ আফ্রিদি।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হকের অধীনে বোর্ডের নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্ট এই স্কোয়াড ঘোষণা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফ্রিদি দলের নেতৃত্ব ছেড়ে দেন। এর পর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও তিনি বাদ পড়েন। তবে, দেশটির হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন তিনি

এর পর চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে। সফরের শুরুতেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই সিরিজ উপলক্ষ্যে পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে। এই দলেও রাখা হয় নি পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৮ টি-টোয়েন্টি খেলা শহীদ আফ্রিদিকে।

জানা গেছে, ফিটনেস না থাকার কারণে আফ্রিদিকে দলে রাখা হয়নি। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া তাকে এখন অপেক্ষায় থাকতে হবে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত।

এক প্রতিবেদক আফ্রিদিকে প্রশ্ন করেছিলেন, আপনি খেলার জন্য কতটা ফিট? জবাবে আফ্রিদি বলেছেন, আমি এখনো তোমার মত দশ জনকে হ্যান্ডেল করতে পারব।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে