বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩৬:১২

যে কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার আল আমিন

যে কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার আল আমিন

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অন্যতম সেরা পেসার আল আমিন। অথচ আফগানিস্তানের বিপক্ষে দলে নেই তিনি। দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। এর অবশ্য কারণও রয়েছে।
 

আফগানিস্তান সিরিজের ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে দুর্দান্ত ফর্মে থাকা পেসার আল-আমিন হোসেনকে রেখে শফিউল ইসলামকে দলে নিয়েছে নির্বাচকরা। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ফিটনেসের কারণেই বাদ পড়েছেন আল-আমিন।

তিনি বলেন, উন্নত ফিটনেসের কারণেই আল-আমিনের জায়গাটি দখল করেছে শফিউল ইসলাম। আর বোলিং অ্যাকশনের ফলাফলে তাসকিন আহমেদ উতরে গেলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।

গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তবে, ২০ সদস্যের স্কোয়াডে তাসকিন আহমেদের নাম থাকলেও ছিলো না আরাফাত সানির নাম।
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে