বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪৪:১৮

সৌরভ ঠিকই বলেছিলেন, তা প্রমাণ করে দিলেন স্বয়ং রোহিতই।

সৌরভ ঠিকই বলেছিলেন, তা প্রমাণ করে দিলেন স্বয়ং রোহিতই।

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনেই ভারত হারাল ন’টা উইকেট। প্রথম দিনের শেষে ভারতের রান দাঁড়াল ন’ উইকেটে ২৯১। ক্রিজ রয়েছেন রবীন্দ্র জাদজা (১৬) ও উমেশ যাদব (৮)। ভারতের ব্যাটিং গভীরতা যথেষ্টই। সেই নিরিখে বিচার করলে প্রথম দিনেই ন’টি উইকেট চলে যাওয়াকে ভাল চোখে দেখছেন না ক্রিকেটভক্তরা। প্রথম টেস্টর পরিণতি কী হবে, তা বলবে সময়। দিল্লি যে এখনো অনেক দূর। এই টেস্টের অনেক উত্থান-পতন বাকি।

আজকের দিনেই তো ভারতীয় ব্যাটসম্যানরা বিস্ফোরণ ঘটাতে পারত। ঐতিহাসিক দিন বলে কথা। এই দিনেই তো ঝলসে ওঠার কথা সবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডাকে মাঠে হাজির হয়েছেন সাবেক সব অধিনায়ক। তাদের সামনেও তো নিজেদের প্রমাণ করার লড়াই ছিল। চ্যালেঞ্জটা কিন্তু নিতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। টুইটারে শুরু হয়ে গিয়েছে ঝড়। চলছে সমালোচনা। অনেকেই হয়তো বলবেন, এ তে ‘গেল গেল’ রব তোলার কী আছে! সবে তো প্রথমদিন। সে তো ঠিক কথাই টেস্ট ম্যাচ বলে কথা।

গ্রিনপার্কে আজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রত্যাশিতভাবেই ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবনের পারফরম্যান্সের কথা মাথা রেখে মুরলি বিজয়েই ভরসা রেখেছে ভারতীয় ‘থিঙ্ক ট্যাঙ্ক’। ফলে, এই সিরিজের প্রথম টেস্টে প্রথম একাদশের বাইরে শিখর ধবন। তবে, রোহিতে এখনো ভরসা রাখছেন কোহলি।

ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং মুরলি বিজয় শুরুটা ভালই করেছিলেন। লোকেশ রাহুলও তার ধারাবাহিক ভার পারফরম্যান্সের টাচ দেখাচ্ছিলেন নিউজিল্যান্ডের বোলিং-এর বিরুদ্ধে। মনে হচ্ছিল বড় রানের ইনিংস খেলতেই নেমেছেন রাহুল। এই সময়ই আচমকা ছন্দপতন। ৩৯ বলে ৪ বাউন্ডারির সুবাদে ৩২ রান করে আউট হন তিনি। স্যান্টনারের বলে কট-বিহাইন্ড হন তিনি।

এরপরেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়ার কাজটা শুরু করে দেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। ঠিক যেই সময়টায় মনে হচ্ছে পাঁচশো-তম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখতে চলেছে বিরাট কোহলির ভারত, ঠিক সেই সময়ে আঘাত হানে ব্ল্যাক ক্যাপসরা। দশ ওভারের মধ্যেই ভারতীয় দলের তিন-তিনটি উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। স্কোরবোর্ড বলছে, চার উইকেটে ভারত ১৮৫। প্যাভিলিয়নে চলে গিয়েছেন নেতা বিরাট কোহলিও।

ওয়েস্ট ইন্ডিজে যার ব্যাট কথা বলেছে, এবারও ক্রিকেটভক্তরা যার চওড়া ব্যাটের দিকেই তাকিয়েছিলেন, সেই সাত রাজার ধন এক মানিক কোহলি ব্যাটে ব্যর্থ হন। মাত্র ন’ রানে ফিরে যান কোহলি। রান পাননি অজিঙ্কে রাহানেও। দলীপ ট্রফিতে পূজারা রানের পুজা করেছিলেন। ১৬৬ ও ২৫৬ অপরাজিত রানের ইনিংস খেলে কিউয়িদের বিরুদ্ধে এদিন নেমেছিলেন। ঠিকঠাকই এগোচ্ছিলেন পূজারা। মোক্ষম সময়ে তার ব্যাট বিশ্বাসঘাতকতা করে বসল। স্যান্টনারের বলে তার হাতে ক্যাচ দিয়েই ফিরে যান পূজারা (৬২)।

দ্রুত উইকেট পতনের পরে রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন ভারতের ইনিংসকে ভদ্রস্থ করার কাজ শুরু করে দেন। রোহিতকে দলে রাখার পক্ষপাতী ছিলেন না সৌরভ গাঙ্গুলী। তা নিয়ে সাবেক অধিনায়ককে পাল্টা দিয়েওছিলেন রোহিত। তার মঞ্চ এদিন তৈরিই ছিল। মহারাজ-সহ গোটা ভারতকে দেখিয়ে দেয়ার সুযোগও পেয়েছিলেন রোহিত। মুম্বাইকর কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করতে পারলেন না। নিজে থেমে গেলেন ৩৫ রানে। সৌরভ যে একদম ঠিক তা-ও প্রমাণ হয়ে গেল। ক্রিজে এই মুহূর্তে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও সামি। অশ্বিন ফিরে যান ৪০ রানে।

কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। অনেকেই হয়তো বলবেন, বাংলার ঋদ্ধিও তো ব্যাটে রান পাননি। অধিনায়কের ব্যাট বোবা থেকে গিয়েছে। তাহলে সব ব্যাটাকে ছেড়ে রোহিতকে আসামীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? ঘটনা হলো, ঋদ্ধি, কোহলিরা ব্যর্থ হলে সাবেক অধিনায়কদের বিরুদ্ধে সোচ্চার হন না। রোহিত সেই কাজটাই করেছেন। তা-ও ব্যাট হাতে যদি সাবেক অধিনায়ককে জবাব দিতেন, তাহলে একটা কথা ছিল। মোক্ষম সময়ে দলকে আরো এগিয়ে নিয়ে যেতে পারলেন না। সৌরভকেই ভুল প্রমাণ করা হল না। নিন্দুকরা তো তাহলে নখদাঁত বের করবেই।

নিউজিল্যান্ড পেস বোলিং বা স্পিনার সোধি এখনো পর্যন্ত সেভাবে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেননি। এদিন, খেলা শুরুর আগে ভারতের ৫০০তম টেস্টের জন্য একটি ফোটোসেশনও হয়। যেখানে গাওস্কর, সচীন, সৌরভ থেকে কুম্বলে, অনুরাগ ঠাকুর সবাই ছিলেন।

ভারতীয় দলে রয়েছে— লোকেশ রাহুল, মুরলি বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুহাম্মদ সামি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উমেশ যাদব

নিউজিল্যান্ড দলে রয়েছে— ল্যাথাম, গুপ্তিল, উইলিয়ামসন, রস টেলর, রোঞ্চি, স্যান্টনার, বি জি ওয়াটলিং (উইকেটরক্ষক), এমডি ক্রেগ, আইএস সোধি, টিএ বোল্ট, এন ওয়াগনার।

সংক্ষিপ্ত স্কোর : ভারত ২৯১-৯, বিজয় ৬৫, পূজারা ৬২, অশ্বিন ৪০। বোল্ট ৩-৫৭।-এবেলা
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে