সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৮:৩১:২৬

চ্যাম্পিয়ন্স ট্রফি নাও খেলতে পারে ভারত, হুমকি বোর্ড সভাপতির

চ্যাম্পিয়ন্স ট্রফি নাও খেলতে পারে ভারত, হুমকি বোর্ড সভাপতির

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে ঘুরপথে চাপ বিসিসিআইয়ের। লোঢা কমিটির সুপারিশ কার্যকর হলে ২০১৭-তে হয় আইপিএল, না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত। আজ সোমবার এমনটাই জানালেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।

বিসিসিআই সভাপতি অনুরাগ বলেছেন, লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী একটি টুর্নামেন্ট শেষ হওয়া থেকে আরেকটি টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত ১৫ দিন সময় থাকতে হবে। যা আন্তর্জাতিক ক্রিকেটে বাধ্যতামূলক। কিন্তু আইপিএল শেষ হবে মে মাসের শেষ সপ্তাহে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে জুনের প্রথম দিকে। ফলে দুটো প্রতিযোগিতায় খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা।

অনুরাগ লোঢা কমিটির সুপারিশকে ঢাল করলেও বিসিসিআই সূত্রে খবর, আসলে আইসিসির ওপর ঘুরিয়ে চাপ তৈরি করলেন অনুরাগ। তিন দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দাবি জানায়, পাকিস্তানের সঙ্গে তারা একই গ্রুপে খেলবে না। আজ অনুরাগের এই বক্তব্য স্পষ্ট করেছে, আইসিসি তাদের দাবি না মানলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার পথ খোলা রাখছে ভারত।-এবিপি
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে