সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৮:৫০:৫৪

দীর্ঘ দুই বছর পর ভারতীয় ক্রিকেট দলে ডাক পেলেন গৌতম গম্ভীর

দীর্ঘ দুই বছর পর ভারতীয় ক্রিকেট দলে ডাক পেলেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক:ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করার পরও অনেকদিনই উপেক্ষিত ছিলেন তিনি। এবারের দুলীপ ট্রফিতে তার অনবদ্য ব্যাটিংকে উপেক্ষা করার আর সাহস দেখাননি নির্বাচকরা। প্রথম টেস্টের পর লোকেশ রাহুলের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পান গৌতম গম্ভীর।

তবে মূল একাদশের বাইরেই থাকতে হয় তাকে। ফর্মহীনতায় ভোগা শিখর ধাওয়ানকে শেষ সুযোগ দেয়া হয় ইডেন টেস্টে। তবে দুই ইনিংসেই ব্যর্থ হন ধাওয়ান। ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়ে ১৫ দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই বামহাতি ওপেনার। আর ধাওয়ানের এই ইনজুরির কারণেই শেষ পর্যন্ত মূল একাদশে ঢোকার বেশ ভালো সুযোগ তৈরি হলো গম্ভীরের সামনে।

সব কিছু ঠিক থাকলে ইন্দোরে মুরালি বিজয়ের সাথে ওপেন করতে নামবেন গোতি। ২০১৪ সালে আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন গৌতম গম্ভীর। এরপর থেকেই বাজে ফর্মের কারণে ভারতীয় দলে জায়গা হারিয়ে ফেলেন এই ব্যাটসম্যান। ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন তারও আগে।

শিখর ধাওয়ান ও রোহিত শর্মা জুটির কারণে ২০১৩ সালের জানুয়ারির পর আর সীমিত ওভারের ক্রিকেটে ফেরা হয়নি কলকাতা অধিনায়কের। এবার টেস্ট দিয়ে গৌতম গম্ভীর আবার ভারতীয় দলে নিয়মিত হতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে।
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে