সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৯:৪৮:৩৭

‘২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা’

‘২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা’

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো দলকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে মাশরাফি বাহিনী। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে ওয়ানডেতে টানা ছয়টি সিরিজ জিতলেন সাকিব-তামিম-মুশফিকরা।

ওয়ানডেতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ, তাহলে খেলতে হবে না বাছাই পর্বে। এমনটাই আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ সোমবার বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দল যেভাবে পারর্ফম করছে, আর এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলবেন টাইগাররা।

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট দশ দল অংশ নেবে। সরাসরি অংশ নেবে আট দল। বাকি দুই দলকে আসতে হবে বাছাই পর্বে উৎরে। ওই আসরে সরাসরি খেলার জন্য টাইগারদের এখনো অনেক হিসাব-নিকাশ বাকি আছে। বর্তমানে মাশরাফির দল রয়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে। টাইগারদের সংগ্রহ ৯৫ রেটিং পয়েন্ট।

আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের ঠিক ওপরে অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুসের ঝুলিতে জমা আছে ১০১ পয়েন্ট। তার মানে, বাংলাদেশের চেয়ে লঙ্কানরা এগিয়ে ৬ পয়েন্টে।

এদিকে, ১০৭ রেটিং নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিততে পারলে লঙ্কানদের হটিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে যাবে মাশরাফি-সাকিবের দল! তাহলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে