সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১০:২৩:৫৬

ইংলিশ ক্রিকেটারদের কাবু করতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন মোসাদ্দেক

ইংলিশ ক্রিকেটারদের কাবু করতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক: কন্ডিশনের কারণে হলেও ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ফেবারিট বলছেন বাংলাদেশ দলের নতুন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। গত সিরিজের ভুল ত্রুটি ভুলে ইংলিশদের জন্য অন্যদের মতো তিনিও পরিকল্পনা সাজাচ্ছেন। নিজের পারফরম্যান্সে মাঠে তার প্রতিফলন দেখাতে চান এ ডানহাতি অলরাউন্ডার।

৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার পর মঙ্গলবার ব্যাটে-বলে প্রথমবার শক্তি ঝালাই করবে ইংলিশ ক্রিকেট টিম। ফতুল্লার খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে হবে ইংলিশদের ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ দলের প্রাইমারি স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার নিয়েই সাজানো ক্রিকেট বোর্ডের বিসিবি একাদশ। তবে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ডাকে সরাসরি এই দলে এসেছেন তরুণ দুই পেসার। পেসার হান্টের এবাদত হোসেন এবং মোহাম্মদ আলি মানিক। সুযোগটা দারুণভাবে কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা দুজন।

এবাদত মানিকরা যখন প্রস্তুত হচ্ছেন প্র্যাকটিস ম্যাচের জন্য, একই সময়ে হোম অফ ক্রিকেটে চলছিলো জাতীয় দলের ১৪ ক্রিকেটারের অনুশীলন। আফগানিস্তান সিরিজের স্মৃতি ভুলে সবাই তৈরি হচ্ছেন ইংল্যান্ডের জন্য। তরুণরা আত্মবিশ্বাসী নিজেদের মতো। মিরপুর স্টেডিয়ামেই ৭ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে