স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকে দলের সাবেক অধিনায়ক ও মাঠ কাঁপানো ক্রিকেটার স্টিভওয়াহ বলেছেন, বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা খেলোয়াড় বিরাট কোহলি ছাড়া কেউ নয়। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী আনুশকাকে নিয়ে বার বার বিতর্কে জড়ানো এই ভারতীয় ব্যাটসম্যানের খেলায় এতটাই মুগ্ধ যে নিজের ১৬ বছর বয়সী পুত্র অস্টিনকে কোহলির মত খেলার পরামর্শ দিয়েছেন।
চলতি বছর ভারতীয় টেস্ট দলের পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন ২৬ বছর বয়সি কোহলি। গত মাসে তিনি শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২২ বছর পর ভারতকে টেস্ট সিরিজ জিতিয়ে দিয়েছেন নতুন এ অধিনায়ক। গত গ্রীস্মে অস্ট্রেলিয়ায় অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পালন করার সময়ও তিনি সবাইকে মুগ্ধ করেন। এ সময় প্রথম চার ইনিংসের তিনটিতেই সেঞ্চুরি হাঁকানোর গৌরব অর্জন করেন। ওই সিরিজে তার ব্যাটিং গড় ছিল ৮৬.৫০।
শ্রীলংকার গল টেস্টেও দলকে দারুনভাবে সহায়তা করেছেন ডান হাতি ওই ব্যাটসম্যান। হাঁকিয়েছেন ক্যারিয়ারের ৩৩তম আন্তর্জাতিক সেঞ্চুরি। বিংশ শতাব্দির শুরুতে অস্ট্রেলিয়ার স্বর্ণালী যুগে জাতীয় দলের নেতৃত্ব দেয়া ওয়াহ মনে করছেন কোহলির বেশ উন্নতি হয়েছে । তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি বর্তমানে সম্ভবত বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার খেলার কৌশলও দুর্দান্ত। আমার ১৬ বছর বয়সী একটি ছেলে আছে। তাকে বলেছি সে যদি কাউকে ‘রোল মডেল’ হিসেবে নেয় তাহলে যেন বিরাট কোহলির কথা চিন্তা করে। সে যেন খেলার সময় কোহলিকে অনুসরণ করে।’
ওয়াহ বলেন, ‘আমি খেলোয়াড়দের আগ্রাসী রূপকে পছন্দ করি। তবে সে যদি সেটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে। বিরাট মাঝে মধ্যে সামান্য লাইন অতিক্রম করে। তবে তার এই নান্দনিকতাকে আমি পছন্দ করি। বিরাট এক সময় সর্বকালের সেরাদের তালিকায় স্থান পাবেন। আমার মনে হয় আজিঙ্কা রাহানেও তার এই ক্যাটাগরির খেলোয়াড় হবেন।’
বিখ্যাত পিতার নামে নয়, নিজ যোগ্যতায় অস্ট্রিন ওয়াহ ইতোমধ্যে দারুণ এক ক্যারিয়ার গড়ে তুলেছেন। বয়স ভিত্তিক জাতীয় চ্যাম্পিয়নশীপে শক্তিশালী পারফর্মেন্স প্রদর্শনের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর