শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১০:৩৯:৩৩

অবশেষে যিনি হচ্ছেন মেসির কোচ

অবশেষে যিনি হচ্ছেন মেসির কোচ

স্পোর্টস ডেস্ক : এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে টাটা মার্টিনো ইন্টার মায়ামিকে বিদায় বলেছেন। আর্জেন্টাইন কোচ পদত্যাগ করার পর খালি পড়ে আছে ফ্লোরিডার ক্লাবটির কোচের পদ।

মার্টিনোর রেখে যাওয়া শূন্যস্থান পূরণের জন্য বেশ কয়েকটি নাম সামনে এসেছে। জাভি হার্নান্দেজের পাশাপাশি জিনেদিন জিদানকেও প্রার্থী মনে করা হচ্ছিল, যদিও বেতনসহ নানাবিধ কারণে এই দুজনকে পাওয়া মায়ামির জন্য অতি দুরূপ ব্যাপার। এরপরেই নাম এসে যায় আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের মাশচেরানোর। তিনি কোচ হতে সম্মতিজ্ঞাপন করেছেন। খবর আর্জেন্টাইন সাংবাদিক সিজার মারলোর।

মারলো বলছেন, ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করার ব্যাপারে মাশচেরানোর আলাপ-আলোচনা চলছে। ২০০৩ সালে সিনিয়র ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন মাশচেরানো। 

২০২০ সালে খেলুড়ে জীবনকে বিদায় বলার এক বছর পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেন। তিন বছরের কোচিং ক্যারিয়ারে তার অর্জনের খাতা শূন্য। প্যারিস অলিম্পিকে তার অধীনে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে। এ ছাড়া আর কোথাও কোচিং করানোর অভিজ্ঞতা নেই।

মাশচেরানোর সঙ্গে দহরম মহরম সম্পর্ক লিওনেল মেসির। ২০০৫ সাল থেকে মাশচেরানোর অবসরের আগ পর্যন্ত লম্বা সময় আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তারা, একসঙ্গে খেলেছেন বার্সেলোনায়ও। অনেক অর্জনে জড়িয়ে আছে তাদের দুজনের নাম, ভাগাভাগি করেছেন অনেক সুখ-দুঃখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে