মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০২:৪৪:০৭

মাশরাফিকে নিয়ে লেখা হয়েছে এই কবিতাটি

মাশরাফিকে নিয়ে লেখা হয়েছে এই কবিতাটি

স্পোর্টস ডেস্ক : ১৯৮৩ সালের ৫ অক্টোবর যশোর জেলার নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি বিন মর্তুজা। তার ক্রিকেট জীবন এখন কবিতায়। সোমবার ৩২ তম জন্মদিন ছিল মাশরাফির। জন্মদিনে বিশেষ একটি কবিতার মাধ্যমে স্বরণ করা হয় তাকে। কবিতাটি নিচে তুলে ধরা হলো।

সময়ের পোস্টারে লিখে যাও তুমি
বাংলাদেশের নাম
হৃদয় গভীর থেকে জানাই তোমায়
হাজারও সালাম
তুমি জেতো তুমি জেতাও
তুমি বোঝো বিজয়ের ভাষা ‘মাশরাফি মাশরাফি
তুমি কোটি প্রাণের আশা
মাশরাফি মাশরাফি
তুমি লাল-সবুজের ভালোবাসা’॥

টেকনাফ থেকে তেঁতুলিয়ায়
শোনা যায় তোমার গর্জন
বাংলা মায়ের জন্য তুমি
দিয়েছো অনেক বিসর্জন
তুমি প্রিয় তুমি সেরা
তুমি আগামীর প্রত্যাশা
‘মাশরাফি মাশরাফি
তুমি কোটি প্রাণের আশা
মাশরাফি মাশরাফি
তুমি লাল-সবুজের ভালোবাসা’॥

 রক্তের শেষ বিন্দু দিয়ে
করে যাও তুমি লড়াই
আঁধারের রঙ চিনো না তুমি
চিনেছো শুধু আলোটাই
তুমি প্রিয় তুমি সেরা
তুমি আগামীর প্রত্যাশা
‘মাশরাফি মাশরাফি
তুমি কোটি প্রাণের আশা
মাশরাফি মাশরাফি
তুমি লাল-সবুজের ভালোবাসা’॥

প্রসঙ্গত, মাশরাফির এক ভক্ত লিখেন প্রিয় তারকার জন্য এই কবিতা। মাশরাফি ভক্ত রবিউল ইসলাম তার জন্মদিন উপলক্ষ্যে এই কবিতাটি উপহার দিয়েছেন। তথ্যসূত্র : রাইজিংবিডি
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে