স্পোর্টস ডেস্ক : ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল যেন ব্যাট হাতে রূপকথা লিখছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখনো বাকি তিনটি ম্যাচ, আর এরই মধ্যে গিল করে ফেলেছেন ৫৮৫ রান!
এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে তিনি স্পর্শ করতে পারেন এক ঐতিহাসিক রেকর্ড—টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার কিংবদন্তি অস্ট্রেলিয়ান ডন ব্র্যাডম্যানের ৯৭৪ রানের মাইলফলক। ১৯৩০ সালের অ্যাশেজ সিরিজে এই রেকর্ড গড়েছিলেন ব্র্যাডম্যান, যা গত ৯৫ বছর ধরে অক্ষুণ্ন। কিন্তু গিলের বর্তমান ছন্দে তা এখন আর কল্পনাতীত নয়।
বাকি তিন টেস্টে আর ৩৮৯ রান করতে পারলেই তিনি ভেঙে দেবেন কিংবদন্তি অস্ট্রেলিয়ানের ঐতিহাসিক রেকর্ড।
দ্বিতীয় টেস্টে গিল কেবল ব্যাটেই নন, নেতৃত্ব দিয়েও নজর কেড়েছেন। ইনিংস ঘোষণার সময় নিয়ে প্রশ্ন উঠলেও সেটাই ম্যাচে জয় এনে দেওয়ার বড় কৌশল হিসেবে প্রমাণিত হয়। নতুন বলে দুই স্পেলে আকাশ দীপের চার উইকেট তুলে নেওয়ায় ইংল্যান্ডের ব্যাটিং ভেঙে পড়ে।
এই ম্যাচে গিলের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়েন ওয়াশিংটন সুন্দর। যাকে নেওয়াটাও ছিল একটি সাহসী সিদ্ধান্ত। আর বুমরাহকে বিশ্রাম দিয়ে সুযোগ পাওয়া আকাশ দীপ যেন হয়ে উঠলেন দলের নতুন নির্ভরতা।