মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ০৩:৩৮:৫৯

সেদিন তামিমের হাত মচকে দিয়েছিলেন বেয়ারস্টো

সেদিন তামিমের হাত মচকে দিয়েছিলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক : তাৎক্ষণিক ঘটনাটি চোখের আড়াল হলেও পরে পরিস্কার হয় পুরো বিষয়টি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের সাথে জনি বেয়ারস্টোর বৈরী ও অক্রিকেটীয় আচরণই করেছেন।

কী হয়েছিল সেদিন? এ নিয়ে অনেক কথা হলেও ভিডিওটিতে প্রকাশ পায় আসল ঘটনা। এর আগে ম্যাচের উত্তেজনাময় মুহূর্তটির কথা বলতে হয় কারণ এর জেরেই পরে ওই ঘটনা ঘটে।

টান টান উত্তেজনার ওই ম্যাচে ইংলিশ অধিনায়ক বাটলার একাই দলকে অনেক দূর নিয়ে যাচ্ছিলেন। তাই তার উইকেটটি বাংলাদেশের জন্য জরুরি ছিল। ২৮তম ওভারে সে কাঙ্ক্ষিত উইকেটটি পান তাসকিন। তাও নাটকীয়তার পর। ফলে উদযাপনটা বাধভাঙা ছিল, যা একদমই পছন্দ হয়নি বাটলারের। তেড়ে এলেন মাশরাফিদের দিকে। পরে অ্যাম্পায়াররা পরিস্থিতি স্বাভাকি করলেন।

এরপর ম্যাচ শেষে দলের সবাই হাত মেলাতে গেলে প্রথম অধিনায়ক জস বাটলার তামিমকে এড়িয়ে যান। তারপর বেয়ারস্টো এসে হ্যান্ডশেকের বাহানায় তামিমের হাত মচকে দেন। আর তখন তামিম কথা বলতে চাইলে এগিয়ে আসেন বেন স্টোকস। ধাক্কা দিয়ে সরিয়ে দেন তামিমকে। পরে সাকিব আল হাসান পরিস্থিতি আর সামনে এগুতে দেননি।

বেয়ারস্টোর এই অক্রিকেটীয় আচরণ নজর এড়িয়ে গেছে স্টোকসের। এর পর তিনি টুইটারে তামিমকে ইঙ্গিত করে হুমকি দিয়েছেন।

বাদ যাননি ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়রা। তাদের একজন স্টিভ হার্মিসন। তিনি এই বিবাদ উস্কে দিয় বলেন, 'আমি খুশি যে তারা এই আচরণ বাটলারের সাথে করেছে, স্টোকসের সাথে নয়। কারণ আমার মনে হয় না তাহলে ব্যাটটা ওর হাতে থাকত! আমার তো মনে হয় আমিও ও রকম কিছু করতাম।'

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামে লড়াইয়ে নামছে বাংলাদেশ-ইংল্যান্ড। হার্মিসনের এই বক্তব্য আগুনে ঘি দেয়ার মত কাজ করতে পারে!
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে