মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ০৭:০৬:২৬

শেষ ম্যাচটা জিতে ইংল্যান্ডকে উপযুক্ত শিক্ষা দিতে চায় টাইগাররা... কিন্তু সমস্যা একটি

শেষ ম্যাচটা জিতে ইংল্যান্ডকে উপযুক্ত শিক্ষা দিতে চায় টাইগাররা... কিন্তু সমস্যা একটি

স্পোর্টস ডেস্ক: গতকালই চট্টগ্রামে পৌছেঁছেন দুই দলের ক্রিকেটাররা। তবে বিরূপ প্রকৃতি দেখে মন খারাপ টাইগাররদের। কারণ একে তো সপ্তম সিরিজ জয়ের হাতছানি তার ওপর শেষ ম্যাচটা জিতে ইংল্যান্ডকে উপযুক্ত শিক্ষা দিতে চায় টাইগাররা।

তবে বৃষ্টি বিড়ম্বনায় হয়তো ভেসে যেতে পারে সব আয়োজন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে এ বৃষ্টিপাত আরো দুই-একদিন স্থায়ী হতে পারে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরে ইতিমধ্যে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত জারী করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টি শুরু হতে না হতেই ঢেকে রাখা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। আজ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুশীলন করতে পারেনি ইংল্যান্ড দল।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত পাঁচ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারী ভারী কথা শুনতে চান না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

চট্টগ্রামে ইংল্যান্ডকে হারিয়ে টানা সাতটি ওয়ানডে সিরিজে জিতে কালই ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেরতে চায় টাইগার সমর্থকরা।

আগামীকাল সকালেই সূর্য্যিমামকে চট্টগ্রামের আকাশে খিলখিল করে হেসে উঠে দেখতে চান বাংলাদেশের সবাই।
১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে