রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ১১:০৫:০৬

বিরাট কোহলির অনবদ্য ইনিংসে ভারতের জয়

বিরাট কোহলির অনবদ্য ইনিংসে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক : মোহালিতে 'বিরাট-ধামাকা'! জানান দিলেন কেন এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান৷ অপরাজিত ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট কোহলি। কিউইদের ৭ উইকেটে হারালো ভারত। অন্যদিকে ৯১ বলে  ৮০ রানের ইনিংস খেলে ধোনি বুঝিয়ে দিলেন যে, অবসরের প্রসঙ্গ আপাতত দূরে রাখা যেতেই পারে৷

ধোনি-কোহলি ফের একবার অনবদ্য ইনিংস খেললেন৷ তৃতীয় উইকেট পার্টনারশিপে দু’জনে স্কোরবোর্ডে যোগ করলেন ১৫১৷ গত ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও ধোনিকে শুনতে হয়েছিল যে, তিনি এখন আর সেই আগের মতো ব্যাটটা চালাতে পারেন না৷

রোববার মোহালিতে ভারতকে ২৮৬ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড৷ ৪১ রানেই ভারতের দুই ওপেনার ড্রেসিংরুমে ফিরে যান৷ রোহিত শর্মা (১৩) ও অজিঙ্ক রাহানের (৫) ব্যর্থতায় ভারতের শুরুটা হয়৷ এরপরে শুধুই ভারতের দুই ফর্ম্যাটের দুই অধিনায়ক ক্রিজে দাপালেন৷ ধোনি-কোহলির যুগলবন্দিতে মোহলিতে তৃতীয় ওয়ানডে সাত উইকেটে জিতে নিল ভারত৷ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আপাতত ২-১ এগিয়ে ভারত।

টি-২০ বিশ্বকাপ ও আইপিএল-এর যে অসাধারণ ফর্মে কোহলিকে পাওয়া গিয়েছিল, এদিনও সেটারই ধারাবাহিকতা বজায় রেখে ম্যান অফ দ্য ম্যাচ হলেন তিনি৷ ১৬টি চার ও একটি ছয় মারলেন তিনি৷ ওয়ানডে কেরিয়ারে এখনও পর্যন্ত এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁর৷ আগামী বুধবার ক্যাপ্টেন ধোনির শহর রাঁচিতেই চতুর্থ ওয়ানডে খেলবে ভারত-নিউজিল্যান্ড৷ জিততে পারলেই ধোনির পকেটে চলে আসবে সিরিজ৷

২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে