সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৯:৫০:০৩

নিজের স্বার্থেই চার নম্বরে উঠে এসেছি, বলছেন ধোনি

 নিজের স্বার্থেই চার নম্বরে উঠে এসেছি, বলছেন ধোনি

মোহালি: দল নয়, নিজের স্বার্থেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে এসেছেন ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। মোহালিতে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ধোনি বলেছেন, ‘রান করে ভাল লাগছে। দীর্ঘদিন ধরে আমি এই রকম একটা ইনিংস খেলতে চাইছিলাম। আজ আমি নিজের দক্ষতা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। পাঁচ বা ছয় নম্বরে নেমে এটা সম্ভব হয় না। লোয়ার অর্ডারে নামার ফলে আমার ব্যাটিং ক্ষতিগ্রস্ত হচ্ছিল।’

 মোহালিতে ৮০ রান করে দলের জয় নিশ্চিত করেন ধোনি। বিরাট কোহলির সঙ্গে তাঁর ১৫১ রানের পার্টনারশিপই ম্যাচের ফল ঠিক করে দেয়। একদিনের ম্যাচে ১০ ইনিংস পরে অর্ধশতরান করেছেন ধোনি। ব্যাটিং অর্ডারে নিজেকে উপরে নিয়ে আসার ফলেই এই সাফল্য বলে মনে করছেন ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্ট আলোচনা করেছে। পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নেমে আমি ঠিকমতো স্ট্রাইক রোটেট করতে পারছিলাম না। নীচের দিকে ব্যাট করতে নামলে ম্যাচের ফলের কথা ভেবেই খেলতে হয়। তখন বড় স্ট্রোকের কথা মাথায় থাকে। এর ফলে আমার ব্যাটিং অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই উপরের দিকে উঠে এসেছি।’

নিজের কথা ভেবেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসার কথা স্বীকার করার পরেও ধোনি বলেছেন, ‘আমি চার নম্বরে ব্যাট করলে তরুণরা লোয়ার অর্ডারে ব্যাট করার সুযোগ পাবে। উপরের দিকে ব্যাট করলে আমি ইনিংসের গতি ঠিক করে দিতে পারব। আমাকে শুরু থেকেই বড় শট নেওয়ার কথা ভাবতে হবে না। আমি আর টেস্ট খেলি না। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয় আমাকে। দলে আরও অনেকেই চার নম্বরে ব্যাট করতে পারে। কিন্তু এটা আমার পক্ষে আদর্শ জায়গা। দলের থেকেও আমার নিজের চার নম্বরে নামা বেশি দরকার।’

বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবনের প্রশংসা করেছেন ধোনি। তাঁর মতে, কোহলি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি ঝুঁকি না নিয়েও ভাল স্ট্রাইক রেট বজায় রাখতে পারেন। তাঁর সঙ্গে ব্যাটিং করা সবসময় ভাল।-এবিপি আনন্দ
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে