সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১১:০১:৫২

৩টি রেকর্ড ধোনির

৩টি রেকর্ড ধোনির

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একসঙ্গে তিনটি বড় রেকর্ড গড়লেন। মোহালি গতকাল অনেকদিন পর চেনা মেজাজে ব্যাট হাতে দেখা গেল মাহিকে।

সিরিজ শুরু হওয়ার আগেই যে রেকর্ড নিয়ে আলোচনা চলছিল রবিবার তা পূর্ণ করলেন ধোনি। জেমস নিশামকে গ্যালারিতে উড়িয়ে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি।

এক্ষেত্রে সচিন তেন্ডুলকরের ১৯৫ ছক্কার রেকর্ড ভাঙলেন তিনি।

একদিনের ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করলেন ধোনি। বিশ্বের তৃতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিশ্বের ১৭ তম এবং ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ৯ হাজার রান করলেন তিনি। কিন্তু একটা ব্যাপারে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। ৫০-র বেশি গড়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে এতগুলি রান করলেন তিনি।

এর আগে স্ট্যাম্পের পিছনেও নতুন রেকর্ড গড়েন ধোনি। অমিত মিশ্রর বলে রস টেলরকে স্ট্যাম্প করে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ স্ট্যাম্পিংয়ের নজির গড়লেন তিনি। -এবিপি আনন্দ।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে