সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১১:১৭:০০

সেরা পাঁচে চট্টগ্রাম টেস্ট!

সেরা পাঁচে চট্টগ্রাম টেস্ট!

স্পোর্টস ডেস্ক: তখন প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডকে হারাতে প্রয়োজন ছিলো ৩৩ রান অন্যদিকে জেতার জন্য ইংল্যান্ডের দরকার ২ উইকেট। জমজমাট এই টেস্টেকে ক্যারিয়ারের সেরা পাঁচটি টেস্টের মধ্যে রেখেছেন ইংল্যান্ডের পেসার অলরাউন্ডার স্টুয়ার্ড ব্রড।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সাংবাদিকদের ব্রড বলেন  “বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি মনে করি, বাংলাদেশ তাদের পারফরম্যান্সে গর্বিত হবে। এই কন্ডিশনে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পেরে আমরাও গর্বিত।

সোমবার তিনি বলেছিলেন, এখানে ছয় বছরের মধ্যে এটাই আমাদের প্রথম টেস্ট। আমার মনে হয় এটা দারুণ একটা টেস্ট ম্যাচ। দুই দলের খেলোয়াড়রাই তাদের দক্ষতা দেখিয়েছে। রোমাঞ্চকর ক্রিকেটের দিক থেকে এটা আমার খেলা সেরা পাঁচ টেস্টের একটি।”

ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করছে সাব্বির রহমানের উপর। অন্যদিকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক ভালো খেলেও ব্যাটির দুর্দান্ত এক বলে আউট হয়েছেন। এই দুই বাংলাদেশী ক্রিকেটার নিয়ে ব্রড বলেন, “সাব্বির অসাধারণ খেলেছে। মুশফিকও শান্ত মেজাজে দুর্দান্ত ইনিংস খেলেছে। সবাই কম বেশি ভালো খেলছে।”

শেষ দিনের উত্তেজনা নিয়ে তিনি বলেন, “হয়তো প্রঞ্চম দিনের প্রথম ঘণ্টায় খেলা শেষ হয়ে যাবে। তিনি বলেছিলেন, আমাদের দরকার দুইটি উইকেট। তাই দিনের শুরুতেই দুটো আনপ্লেয়েবল ডেলিভারি (বল) চাই। যার মাধ্যমে দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে জয় নিয়ে ফিরতে পারবো।”
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে