সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১১:৪৬:৪৮

আর কতকাল এই লজ্জা দেবে বাংলাদেশের ক্রিকেট?

আর কতকাল এই লজ্জা দেবে বাংলাদেশের ক্রিকেট?

স্পোর্টস ডেস্ক: ভক্তদের হৃদয় ভেঙ্গে গেছে! শেষ দিনে দরকার ছিলো মাত্র ৩৩ রান। সাব্বির রহমান ছিলেন নট আউট। আগের দিন মুশফিকের আউট চিন্তায় ফেলে বাংলাদেশকে।

প্রথম টেস্টে মোট ৩ জনের অভিষেক হয়। তাদের মধ্যে দুইজন অলরাউন্ডারের অবদান এমনই। আর লড়াই শেষে ২২ রানে হারের লজ্জা বাংলাদেশের।

হাতে অনেক সময়  ও ওভার। দরকার ছিলো উইকেট টিকে থাকা। কিন্তু এখানেই স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের।   
এভাবে আর কতকাল এই লজ্জা দেবে বাংলাদেশের ক্রিকেট?

এই ম্যাচে টাইগারদের হারের মূল কারণ অভিজ্ঞতা ও ব্যর্থতা দুটিই। তাইজুল ও সফিউল পুরনো খেলোয়াড়। লড়াইয়ের নাটাই তাদের হাতে ওঠে শেষ বেলায়। সফিউল কোনো রানই করতে পারলেন না। তাইজুল সাব্বিরের সাথে পান কয়েকটি রান।

এর আগে ভরসা থাকে দুই অভিষিক্ত অলরাউন্ডার মিরাজ ও রাব্বির উপর। এরা যে এতটাই কাঁচা তা হয়তো সবারই ধারনার বাইরে। প্রথম ইনিংসে ১ রান করে আউট হন মিরাজ।

দ্বিতীয় ইনিংসেও ১ রান করে আউট। জাতীয় দলের বাইরে ভালো খেলো থাকা ছেলেটি কয়েকটি রান পেলেও হয়তো জয় পেতো বাংলাদেশ।

ব্যর্থতার আর এক নাম রাব্বি। রাব্বিও অলরাউন্ডার। এই রাব্বি দুই ইনিংসেই করেছেন শূণ্য রান। একটি রানও করতে পারেননি তিনি। দুই দেশের রান সংগ্রহের চিত্রটা এমন-England 293 & 240. Bangladesh 248 & 263 (81.3 ov)।

লড়াইটা হয়েছে বেশ দারুণ। শেষদিকে ম্যাচটি পুরোই বাংলাদেশের পক্ষে চলে আসে। কিন্তু সেখানে যে করুণ অসহায়ত্বের চিত্র মেলে ধরেছে কয়েকজন ক্রিকেটার তা পুরো জাতির জন্যই লজ্জার।

জাতীয় দলে প্রায়ই চলে সেরা ক্রিকেটার নেয়ার চেষ্টা।  রাব্বি ও মেহেদি সে হিসেবেই দলে ডাক পান। কিন্তু ৪ ইনিংসে এই দুই ক্রিকেটারের ব্যাট হাতে অবদান মাত্র দুই রানের।

এ জন্যই কি তাদের নিয়ে এত শোরগোল হয়েছে ভক্তদের মাঝে? কবে কখন এই অভিশাপ থেকে দেশের ক্রিকেট মুক্তি পাবে তা অজানাই।

বেদনাহত ভক্তদের কপালে স্বপ্ন ভঙ্গের এক রাশ মেঘ এসেই জমেছে এখন। এমন হারে অবশ্য উদ্বিগ্ন বিসিবিও। টেস্টে ইংল্যান্ডকে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। এবারও যেন হোয়াইট ওয়াশের পথে পা দিলো মুশফিকের দল!!!
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে