সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৫:৫০:০৬

কে সেই ক্রিকেটার যাঁর জন্য বিরাট কোহলির নেতৃত্ব সঙ্কটে? কে জানাচ্ছেন এই বিস্ফোরক তথ্য?

 কে সেই ক্রিকেটার যাঁর জন্য বিরাট কোহলির নেতৃত্ব সঙ্কটে? কে জানাচ্ছেন এই বিস্ফোরক তথ্য?

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ভারতেরই জয়জয়কার। বিরাট কোহলির নেতৃত্বে ভারত একনম্বর টেস্ট দলের স্বীকৃতি পেয়েছে। একনম্বর বোলারের তাজ মাথায় উঠেছে রবিচন্দ্রন অশ্বিনের।

ওয়ানডে-তেও ভারত ঠিকঠাকই এগোচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছে টিম ইন্ডিয়া। সিরিজে ২-১ এগিয়ে ভারত। তৃতীয় ওয়ানডে-তে বিরাট কোহলির ব্যাট গর্জে উঠেছে। ওয়ানডে-র অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও রান পেয়েছেন তৃতীয় ওয়ানডে-তে।

টেস্টে কোহলির নেতৃত্বে ভারতীয় দল নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে। কোহলিকে সামনে রেখে ভারতীয় দল এগোচ্ছে। তেমনই অশ্বিন একনম্বর ম্যাচ উইনার হিসেবে উঠে এসেছেন। আইসিসি-র র‌্যাং‌‌ঙ্কিং-এ অশ্বিনের অবিশ্বাস্য উত্থানের পরেই ভবিষ্যৎদ্রষ্টা গ্রিনস্টোন লোবো তামিলনাড়ুর এই অফস্পিনারের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য পেশ করেছেন। তাঁর মতে যেভাবে অশ্বিন এগিয়ে চলেছেন, তাতে অদূর ভবিষ্যতে সব হিসেব অদল-বদল করে দেবেন এই স্পিনার।

লোবো বলছেন, ‘তিরিশ বছর বয়সি এই ক্রিকেটার ২০২৩-২৪ পর্যন্ত খেলতে পারবেন।’ আর এক অফস্পিনার হরভজন সিংহের ঝুলিতে উইকেট সংখ্যা ৪১৭টি। তাঁর উইকেটসংখ্যাও টপকে যাবেন অশ্বিন। তবে অনিল কুম্বলের ৬১৯টি উইকেট ছাপিয়ে যাওয়া সম্ভব নয় অশ্বিনের পক্ষে। লোবোর মতে, সর্বকালের অন্যতম সেরা স্পিন-অলরাউন্ডার হিসেবে খুব শীঘ্রই নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন অশ্বিন।

তামিলনাড়ুর এই অফস্পিনারের আরও একটি ইতিবাচক দিক হল অধিনায়কত্ব। দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে অশ্বিনের। লোবো বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনও ফ্র্যাঞ্চাইজির নেতা হিসেবে আবির্ভাব হতে পারে অশ্বিনের। কুম্বলেও একসময়ে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। লোবোর বক্তব্য অনুযায়ী, অশ্বিনও দেশকে নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে বিরাট কোহলির কী হবে? তিনি তো এখন টেস্ট দলের অধিনায়ক। ওয়ানডে-তে ভারতের নেতা ধোনি। তিনি অবশ্য কতদিন দেশকে নেতৃত্ব দেবেন তা স্থির নয়। ধোনি সরে গেলে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে কোহলিকেই। কিন্তু লোবো যা বলছেন, তাতে অশ্বিন অধিনায়ক হলে বিরাট কোহলিকে নেতৃত্ব ছাড়তে হবে। অন্য ভাবে বললে, কোহলির নেতৃত্বে কাঁটা হয়ে উঠতে পারেন অশ্বিনই। লোবোর বক্তব্য মেলে কি না, সেটাই এখন দেখার। সময় এর উত্তর দেবে।-এবেলা
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে