সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৭:০১:৫০

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার দলে আসছে দুটি পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার দলে আসছে দুটি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ঢাকা টেস্টে দু-টি পরিবর্তন আসতে পারে।
 
সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে অধিনায়ক মুশফিকুর রহিমের মতো আকরাম খানও বলেছেন, মিরপুরে আমরা চট্টগ্রামের মতো স্পিনবান্ধব উইকেট চাই।
 
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট হারার পর সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছিলেন, আমরা মিরপুরে স্পিন সহায়ক উইকেট চাই।
 
প্রসঙ্গত, চট্টগ্রাম টেস্টে স্পিনার দিয়েই ইংলিশদের চেপে ধরেছিল বাংলাদেশ। স্পিনাররা ১৮টি উইকেট তুলে নিয়েছিল। ইংল্যান্ডকে অলআউট করতে স্পিনাররাই কার্যকর ভূমিকা পালন করেছে। কিন্তু পেসাররা তেমন সুবিধা করতে পারেনি।
 
শুধু কামরুল ইসলাম রাব্বী ১টি উইকেট লাভ করেছেন। তাছাড়া পেসারদের খুব বেশি ব্যবহারও করা হয়নি। সাকিব, তাইজুল এবং মিরাজকে দিয়ে বোলিং করানো হয়েছে।
 
চট্টগ্রাম টেস্টে স্পিন খেলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। তবে বাংলাদেশ ভালোভাবেই ইংলিশ স্পিনারদের মোকাবেলা করেছে। তাই স্পিন সহায়ক উইকেট এবং একাদশে পেসার পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে হয় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
২৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে