মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১১:০৯:৫৩

টাইগারদের প্রশংসায় মুখ খুললেন কুক

টাইগারদের প্রশংসায় মুখ খুললেন কুক

স্পোর্টস ডেস্ক : অন্য সবার মতো অ্যালিস্টার কুকও ভেবেছিলেন যথেষ্ট। বাংলাদেশের সামনে ছুড়ে দেওয়া গেছে ২৮৬ রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে অত রান কি আর করতে পারবে তারা? কিন্তু ইংল্যান্ডকে তো ঠিকই কাঁপিয়ে দেয় মুশফিকুর রহিমের দল। শেষ পর্যন্ত হারলেও ব্যবধান মোটে ২২ রানের। ইংল্যান্ড অধিনায়ক তাই ম্যাচ শেষে প্রশংসায় ভাসান বাংলাদেশকে।

‘চতুর্থ ইনিংসে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, তাতে ওদের অনেক কৃতিত্ব দিতে হবে। আমি সত্যি ভেবেছি, জয়ের জন্য ২৮০ রানের মতো থাকাটা যথেষ্ট। এরপর ওরা যত কাছে গিয়েছে, তত কাছে যেতে পারবে বলে আমি ভাবিনি। এ ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা আমাদের স্পিনারদের যেভাবে সামলেছে, তা সত্যি প্রশংসনীয়’—বলেছেন কুক। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে প্রথম ইনিংসে লিড নিতে পারাকেই সামনে নিয়ে আসেন তিনি, ‘এটি দুর্দান্ত এক টেস্ট ম্যাচ। ম্যাচের প্রথম সেশনের পর ভাবিনি যে খেলা পঞ্চম দিনে গড়াবে। গুরুত্বপূর্ণ সময় হয়তো তৃতীয় দিনের সকাল, যেখানে পাঁচ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ ৭০-৮০ রানের মতো পেছনে ছিল। ওই অবস্থা থেকে আমরা প্রথম ইনিংসে লিড নিতে পেরেছি, যা ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য।’ তৃতীয় সকালের যে সময়ের কথা বলছেন কুক, সে সকালের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের হাস্যকরভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসা। আশঙ্কাকে সত্যি করে ম্যাচশেষে তা হতাশার হাহাকার ঠিকই ছড়ায় বাংলাদেশ-ক্যাম্পে।

কাল পঞ্চম দিনের উইকেট অনুমিতভাবেই স্পিনারদের দিকে হাত বাড়িয়ে রাখে। তবে ইংল্যান্ড অধিনায়ক কুক বল তুলে দেন দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকসের হাতে। কারণটা জানিয়ে যান এভাবে, ‘সত্যিকার অর্থে আমি ভেবেছি, সিমারদের বিপক্ষে ওদের রান তুলতে বেশি সময় লাগবে। ভেবেছি, সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারব। এরপর নতুন বল ও স্পিনারদের দিয়ে চেষ্টা করার সুযোগ তো থাকবেই।  আর স্পিনারদের দিয়ে শুরু করলে দ্রুত পরিবর্তনের সুযোগ কম।’ দুই পেসারের একজন স্টোক তুলে নেন শেষ দুই উইকেট। সকালে বল যে হাতে উঠছে, তা জানতেন এই অলরাউন্ডার, ‘জানতাম, আমি কিংবা ব্রড কিংবা ওকস সকালে বোলিং করব। রিভার্স সুইং পাওয়ার বিবেচনায় তা ভেবেছি। আর আমাদের তো নতুন বল নেওয়ার সুযোগও চলে আসে কয়েক ওভার পর। সফরের শুরুটা ভালো হলো। আশা করি, এখান থেকে ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে পারব।’

রিভিউয়ের এই টেস্টে কাল শেষ দিনেও রিভিউ নিয়ে প্রথম উইকেট পায় ইংল্যান্ড। আম্পায়ার কুমার ধর্মসেনার নটআউট সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোটা যে অবধারিত ছিল, তা বলেন কুক, ‘আমরা বেশ আত্মবিশ্বাসী ছিলাম। যখন স্টোকস বলে যে, বলটি ইনসুইঙ্গার ছিল না, তা লাইন ধরে রেখে এগোয়। আমি এমনিতেই রিভিউ নিতাম কিন্তু স্টোকস তা বলার পর আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠি। আর সত্যি বলতে, যখন দুটি রিভিউ বাকি থাকে, আর দুই উইকেট হাতে নিয়ে ওদের প্রয়োজন ২০ রানের মতো—তখন রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই বাজির পাল্লা ভারী। আমরা ভেবেছি, সিদ্ধান্তটি আউটের কাছাকাছি হতে পারে, তাই দেখিই না কী হয়!’
কি হলো? বাংলাদেশের স্বপ্নভঙ্গের দুয়ারটা তাতে খুলে যায় আর কি!-কালেরকন্ঠ
২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে