মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১১:১৯:০৫

সাব্বিরকে নিয়ে সংশয়: শিগগিরই বিসিবি যে সিদ্ধান্ত নিল

সাব্বিরকে নিয়ে সংশয়: শিগগিরই বিসিবি যে সিদ্ধান্ত নিল

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে শেষ পর্যন্ত লড়াই করেও কূলে এসে তরী ডুবায় বাংলাদেশ। আর সেই ডুবে যাওয়া নৌকার শেষ পরিণতি সরাসরি দেখেছেন সাব্বির রহমান রুম্মন। তার পরও লড়াকু খেলা উপহার দিয়ে তিনি ভক্তদের মনে স্থান করে নিয়েছেন।

কিন্তু দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ পেটে ব্যাথা। অসহ্য পেটে ব্যাথার কারণে শেষ পর্যন্ত ডাক্তারের দ্বারস্থ হতে হচ্ছে তাকে। গতকাল শোনা গেল কিছুদিন ধরে পাকস্থলীতে নাকি ব্যথা অনুভব করছেন টাইগার দলের এই টি২০ স্পেশালিস্ট!

সাব্বির চট্টগ্রামেই প্রথম টেস্ট খেলতে নামেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শেষ ইনিংসে অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত থেকেও দলের হার বাঁচাতে পারেননি।

ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার থেকে। তার আগে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। বিসিবি সূত্রে জানা গেছে, সাব্বিরকে নিয়ে সংশয় আছে বলেই মোসাদ্দেককে ব্যাকআপ হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে।

প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। সেই দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে শফিউলকে। তার পরিবর্তে পেসার শুভাশিস রায়কে নেয়া হয়েছে।

নির্বাচকরা বলছেন, শফিউল সেই ওয়ানডে থেকে খেলছেন। এই মুহূর্তে তার কিছুটা বিশ্রাম দরকার।
২৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে