মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ১১:৫১:০১

ইনশাল্লাহ, আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো: সাব্বির

ইনশাল্লাহ, আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো: সাব্বির

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্টে এসে নিজের জাত পরিচয় দিলেন সাব্বির রহমান রুম্মন। নিজের অভিষিক্ত ম্যাচেই জ্বলমলে অসাধরণ ইনিংস খেলে সবার মন কেড়ে নিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খুনে মেজাজের হওয়া সত্ত্বেও শেষ অবধি মাটি কামড়ে পড়ে ছিলেন এই হার্ডহিটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ যখন ১৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে ঠিক সে মুর্হুতে দলের হাল ধরেন সাব্বির। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মুশফিকুর রহীমকে নিয়ে ৮৭ রানের জুটিও গড়েছিলেন তিনি।

মুশফিকের বিদায়ের পরও সাব্বিরেই আশা দেখেছিল ষোলো কোটি বাংলাদেশি। তারা তাকিয়ে ছিলেন ২৪ বছর বয়সী এই তারকার দিকে। ইতিহাস রচনা করবেন সাব্বির। একপ্রান্তে লড়াইটা চালিয়েও গেছেন তিনি। কিন্তু সঙ্গীর অভাবে শেষ হাসিটা হাসতে পারলেন না সাব্বির, পারলো না বাংলাদেশও।

গৌরবের জয় থেকে ২২ রান দূরে থাকতেই স্বাগতিকদের ইনিংসের সমাপ্তি ঘটে। শেষটা ভালো না হওয়ায় হতাশায় মাঠেই নুয়ে পড়েছিলেন সাব্বির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হতাশার কথাই জানালেন। তবে এ হতাশা ভুলে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করলেন বাংলাদেশি এই ক্রিকেটার।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাব্বির রহমান লিখেছেন, ‘শেষটা ভালো না হওয়ায় আমি খুবই হতাশ। ইংল্যান্ড দলকে অভিনন্দন। ইনশাল্লাহ, আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’
২৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে