মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৬:৩১:৫৯

৬ বছর আগে মিরাজকে পুরষ্কার দিয়েছিলেন আইসিসির সভাপতি

৬ বছর আগে মিরাজকে পুরষ্কার দিয়েছিলেন আইসিসির সভাপতি

স্পোর্টস ডেস্ক: ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল প্রবল আগ্রহ। ক্রিকেটটা ছিল ঘুমের মধ্যেও। একদিন রাতে ঘুমের মধ্যে চিৎকার করে বলে ওঠে, ‘মা মা জানালা আটকাও, ক্যাচ ধরো, ক্যাচ ধরো।’ এভাবেই ছেলে মেহেদী হাসান মিরাজের ক্রিকেট-পাগলামির কথা বলছিলেন মা মিনারা বেগম।

কিন্তু এই মেহেদী হাসান মিরাজ যে আজকে এত বড় অলরাউন্ডার হবে কে জানতো? হয়তো সেদিনই কিছুটা হলেও টের পেয়েছিলেন তৎকালীন আইসিসির সভাপতি ডেভিড মরগ্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা।

এখন থেকে প্রায় ৬ বছর আগের ঘটনা। ২০১০ সালের ২০ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট চলছিল মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। অবশ্য মনে রাখার মত তেমন কিছু করতে পারেনি তখন তামিম-সাকিবরা।

তবে পরাজয়কে মনে রেখেছেন মিরাজ। মিরাজ তখন ছোট ছিলেন। খেলেছিলেন অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমে। ২০১০ সালে ঐ ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশ সফরে ছিলেন তৎকালীন আইসিসির সভাপতি ডেভিড মরগ্যান।

আর এই টেস্টের প্রথম লাঞ্চ বিরতির সময় মরগ্যান ছোট মিরাজের হাতে তুলে দেন অনূর্ধ্ব ১৪ দেশ সেরা খেলোয়াড়ের পুরষ্কার। বল-ব্যাটে অসাধারন পারফর্ম্যান্স দেখিয়ে ২০১০ সালে বাংলাদেশের সেরা খেলোয়ার হন মিরাজ।

৬ বছরের ব্যবধানে সেই তরুণ এখন খেলছেন সেই তামিম-সাকিবদের সাথে জাতীয় ক্রিকেট টিমে। তাও আবার অভিষেক হয়েছে সেই ইংল্যান্ড দলের বিপক্ষে। আর প্রথম দিনেই জাত চিনিয়েছেন এই সেদিনের ছোট্ট ছেলেটি।

সফরকারী ইংল্যান্ডের চট্টগ্রামে অভিষেক টেস্টে সাত উইকেট নেওয়ার পর বাংলাদেশের তরুণ এই স্পিনার ঢাকা টেস্টে তুলে নেন ১২ উইকেট। মোট ১৯ উইকেট নিয়ে সিরিজে সেরা বোলার এবং দেশ সেরা বোলার তাকমা গায়ে মাখেন মিরাজ।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে