মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৬:৫৪:১০

মিরপুর টেস্টের সেই ঘটনা ইতিহাসে একবারই

মিরপুর টেস্টের সেই ঘটনা ইতিহাসে একবারই

স্পোর্টস ডেস্ক:সিরিজের দ্বিতীয় টেস্টটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। ফলটা অন্য রকম হলে সবচেয়ে বেশি আফসোস হতো কী নিয়ে? অবশ্যই ১ উইকেটে ১৭১ রান তুলেও শেষ পর্যন্ত ২২০ রানে অল আউট হয়ে যাওয়া। ইংল্যান্ড আবার প্রথম ইনিংসে ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেও নিয়ে নিয়েছিল ২৪ রানের লিড।


ক্রিকেট ইতিহাস ও পরিসংখ্যানের কারণে বিখ্যাত স্টিভেন লিঞ্চকে এ বিষয়টি নিয়ে​ই প্রশ্ন করেছিলেন ক্রিকইনফোর শ্রীলঙ্কার এক পাঠক। এক সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১৫০, আবার ওই ১৫০ তুলতে ইংল্যান্ড হারিয়েছিল ৮ উইকেট। তবু তারাই নিয়েছি লিড। এমনটা কি কোনো রেকর্ড?


লিঞ্চ তাঁর নিয়মিত বিভাগ আস্ক স্টিভেন-এ জানিয়েছেন, ইতিহাসে এমনটা একবারই ঘটেছিল। ১ উইকেটে প্রতিপক্ষ যা তুলেছে, সেটা তুললেই ৮ উইকেট হারিয়ে ফেলেও লিড নেওয়ার ​এমন ঘটনা এর আগে ঘটেছিল সেই ১৯৬০ সালে। সেবার বোম্বে টেস্টে (এখনকার মুম্বাই) ১ উইকেটে ৩০১ রান তুলে ফেলা পাকিস্তান শেষ পর্যন্ত আর ৪৯ রান যোগ করে অলআউট হয়ে গিয়েছিল।

এরপর স্বাগতিক ভারত ৮ উইকেটে ৩০০ তোলার পরও ৯৯ রানের লিড নিয়েছিল। তাও ভারত ইনিংস ঘোষণা করেছিল, না হলে লিডের আকার আরও বড় হতেই পারত।
ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ড্র হয়।-প্রথম আলো
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে