মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১০:৫৯:২৪

বাংলাদেশের নাম প্রত্যাহার: ২০ হাজার ডলার জরিমানা

বাংলাদেশের নাম প্রত্যাহার: ২০ হাজার ডলার জরিমানা

স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগে এএফসি সলিডারিটি কাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

মঙ্গলবার  এএফসির ওয়েবসাইটে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে বাফুফেকে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
 
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে উঠতে ব্যর্থ হওয়া দলগুলোকে খেলার মধ্যে রাখতে সলিডারিটি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। বুধবার সাত দল নিয়ে মালয়েশিয়ায় এ প্রতিযোগিতা মাঠে গড়াবে।
 
নাম প্রত্যাহারের জন্য বাফুফে এএফসির ৬.৩.২ আর্টিকেল ভঙ্গ করেছে যার শাস্তি হিসেবে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

একই অপরাধ করা পাকিস্তানের বিরুদ্ধে ৬.৩.১ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে তাদের ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই সিদ্ধান্ত বাফুফেকে জানানোর ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বাফুফেকে শোধ করতে হবে।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে