শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ১১:০৯:২৪

বিপিএলে তুরুপের তাস হতে পারে এই কয়েকজন খেলোয়াড়

বিপিএলে তুরুপের তাস হতে পারে এই কয়েকজন খেলোয়াড়

আরিফুর রাজু: শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। জমজমাট আসরটি উঠতি খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় প্রেরণার ও চ্যালেঞ্জিং। কারণ তারা আসরটিতে নজরকাড়া পারফর্ম দেখিয়ে জাতীয় দলের ঢোকার সুযোগ পান। বিপিএলকেও তাই ক্রিকেটাররা পাখির চোখ করে এখানে পারফর্ম করার মরিয়া চেষ্টা করেন।

প্রতি আসরের ন্যায়  এবারের চতুর্থ আসরেও নিশ্চয় কোন না তারকার জন্ম হবে। কেউ বা জাতীয় দলের ঢোকার দাবি জোরালো করবেন। তবে সেটা না হয় বাদই দিলাম। ভাষ্যমতে, এবারে বিপিএলে তুরুপের তাস হতে পারেন বেশ কয়েকজন খেলোয়াড়।

মেহেদী হাসান মিরাজ (রাজশাহী কিংস) : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো পর জাতীয় দলে সুযোগ পেয়ে আরেকবার আলো ছড়ালেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড বধেঘ অসামন্য অবদান রেখেছেন খুলনার এই কৃতি সন্তান। মূলত তার বোলিং ঘূর্ণিতেই দিশেহারা হয়ে যায় ইংলিশরা। দুই টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। সেই মিরাজ এবার নামছেন বিপিএল মিশনে। নবাগত দল রাজশাহী কিংসের হয়ে খেলবেন তিনি। প্রথমবারের মতো এ টুর্নামেন্টে খেলতে আসা এ তরুণের কাছে ক্রিকেটভক্তদের প্রত্যাশাটা এখন অনেক বেশি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বিপিএলে তিনি ব্যাটিংটা ভালো করবেন। দুই বিভাগেই সমান তালে পারফর্ম করতে দারুণ পারদর্শী ১৮ বছরের এই যুবা।  

শাহরিয়ার নাফীস (বরিশাল বুলস) : বরাবরই চমকপদ্য খেলা উপহার দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। সর্বশেষ সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও টিম কম্বিনেশনের কারণে দলে তার জায়গা হয়নি তার। তবে জাতীয় লিগের চারদিনের ম্যাচে দারুণ ধারাবাহিক ছিলেন নাফীস। এই ধারাবাহিকতারই সুযোগ তিনি পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে ডাক পেয়ে। গতবার বরিশাল বুলসের হয়ে বিপিএল খেলা নাফীস এবারও খেলবেন সেই বরিশালেই। জাতীয় দলে ঢোকার মঞ্চ হিসেবে তিনি যে বিপিএলে বড় কিছুর চিন্তা করবেন সেটা না বললেও চলে।

সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস) : সাকিব আল হাসানের কথা না বললেই নয়। ব্যাটে বলে সমান পারদর্শী সাকিব যে তরুপের তাস হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এছাড়া এবারের শিরোপা উঠতে পারে তার ঘরেই। কারণ স্থানীয় ক্রিকেটার নিয়ে এবার সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ডাইনামাইটস। পাশাপাশি বেশকিছু তারকা বিদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে কাগজে কলমে বাঘের কাতারেই নাম লিখিয়েছে দলটি। ঢাকার অধিনায়ক করা হয়েছে রংপুর রাইডার্স ছেড়ে আসা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের বিপিএলে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকটিও পাচ্ছেন এ অলরাউন্ডার। ব্যাটে-বলে আলো ছড়ানোই যার বড় শক্তি। আগের তিন আসরের মতো এবার নজর কাড়বেন সবার। আর তাতে বিপিএল হয়ে উঠবে আরো বেশি জমজমাট।

সাব্বির রহমান রুম্মন (রাজশাহী কিংস): টি২০ ফরম্যাটে কিভাবে খেলতে হয় সেটা সাব্বিরের বেশ জানা। বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে দেখা যাবে তাকে। দেশ-বিদেশি তারকা খেলোয়াড়দের কম্বিনেশনে বেশ চমৎকার দল গড়েছে রাজশাহী কিংস।
৪ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে