রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০৯:৪৬:৪৫

বিপিএল=বৃষ্টি প্রিমিয়ার লিগ?

বিপিএল=বৃষ্টি প্রিমিয়ার লিগ?

আরিফুর রাজু: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হওয়ার কথা ছিল নভেম্বরের ৪ তারিখে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠিত হয়নি উদ্বোধনী ও দ্বিতীয় দিনের মোট ৪টি খেলা। আর তাই যার পর নাই অখুশি ক্রিকেটপ্রেমিরা।

এক নাগাড়ে টুপটাপ মুষল ধারে বৃষ্টি আর শীতল আবহাওয়ায় মাঠ অনুপযোগী থাকায় শনিবার রাতে বিপিএল কতৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছেছে পুনরায় ৮ তারিখ থেকে আসরটি অনুষ্ঠিত হবে।

তবে কতৃপক্ষের এমন সিদ্ধান্তে নারাজ মিরপুর স্টেডিয়ামের বাহিরে অপেক্ষমান দর্শকরা। তার চাইছেন অন্তত ১০ ওভারের জন্য হলেও খেলাটি অনুষ্ঠিত হোক। না হয় তাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হোক। শনিবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে গিয়ে দর্শকদের মাঝে এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিন বোন ও বন্ধুদের নিয়ে প্রিয় দল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা দেখতে এসেছিলেন নাগিব নাজমুল নামে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির এক ছাত্র। তার ক্ষোভ, ‘টিকিট নেওয়া সত্ত্বেও সেই বিকেল থেকে আমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছে কৃতপক্ষ। আমরা তো টিকিট কেটেছি টাকা দিয়ে, অন্তত আমদের ভেতরে ঢুকতে দেওয়া হোক।’  তার সে কথার রেষ না পুরাতেই শেষের অংশ জোড়া দিলেন বন্ধু লিমন। বললেন,  ‘টিকিটের টাকাই পানিতে গেল।  ভাই, ‘এটা কে ‘বিপিএল= বৃষ্টি প্রিমিয়ার লীগ’ নাম করণ করা উচিত। (হেসে হেসে)

এদিকে প্রথমবারের মতো স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন ঢাকা ডাইনামাইটসের পাগল ভক্ত শাম্মী। উত্তরা ‘ল’ কলেজের এই শিক্ষার্থীর আক্ষেপ, এত কষ্ট করে এসেছি কিন্তু খেলাটাই হচ্ছে না। কেমন লাগে বলুন তো?

শুধু নাগিব, লিমন আর শাম্মী নয় ক্রিকেট পাগল দর্শকরা সেই বিকেল থেকেই টুপটাপ বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের বাহিরে অবস্থান করেছিলেন খেলা দেখতে। খেলা হোক বা  নাহোক ক্রিকেট যে এদেশের যুবক-যুবতীদের মন মন্দিরে ঠাঁই করে নিয়েছে তা এসব দেখে সুস্পষ্ট।

প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর থেকে আবার শুরু হবে এবারের বিপিএল। ৪, ৫ ও ৬নভেম্বরের ম্যাচগুলো পরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে এবারের আসরের প্রথম ২ দিনের ৩ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই এই সিদ্ধান্ত বিপিএল আয়োজকদের। টিম গুলোর আপত্তি না থাকলে, পরিত্যক্ত হওয়া ঐ ম্যাচগুলো দিনের অন্যান্য ম্যাচের সাথে আয়োজন করা হবে। সেক্ষেত্রে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলো সকাল ১০টা শুরু করা হবে। দুপুর ২টায় হবে দিনের দ্বিতীয় ম্যাচ। আর দিনের তৃতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।
৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে