রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ১০:০৩:৪৩

যে কারণে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে নেই রবি পেসার হান্টে ঝড় তোলা এবাদত

যে কারণে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে নেই রবি পেসার হান্টে ঝড় তোলা এবাদত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের হয়ে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে থাকা হচ্ছে না রবি পেসার হান্টে ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হওয়া পেসার এবাদত হোসেনের।

গতকাল (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

মূলত, গত ২৩ অক্টোবর অনুশীলনের সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন এবাদত। তাই তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সিলেটের এই ক্রিকেটারকে।

রবি ফাস্ট বোলিং হান্টের সেরা পেসার হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত হন এবাদত। নিয়মিত জাতীয় দলের নেটে বোলিং করেন ডানহাতি এই পেসার। পাশাপাশি বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন। ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ২ উইকেট পেলেও দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচে কোনো উইকেট পাননি এবাদত। তবে নিখুঁত লাইন ও লেংথ মেনে বোলিং করায় টিম ম্যানেজমেন্টের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। পুরস্কারও পেয়েছিলেন দ্রুত।

শুক্রবার ঘোষিত নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল এবাদতকে। কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরিতে তাকে আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে। তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সেই ঘোষণা এখনো দেয়নি বিসিবি। তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষিক্ত হওয়া পেসার কামরুল ইসলাম রাব্বিকে নেওয়া হতে পারে!

আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ড যাবে চূড়ান্ত দল। নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে