রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ১০:৫৯:১৬

ভারতে এবার বায়ু দূষণের কারণে ক্রিকেট ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা

ভারতে এবার বায়ু দূষণের কারণে ক্রিকেট ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা

স্পোর্টস  ডেস্ক : স্বাভাবিকভাবে বৃষ্টি হলে ক্রিকেট ম্যাচ পরিত্যাক্ত করা হয়। কিন্তু এবার বৃষ্টি নয়, বায়ু দূষনের কারণে ভারতে ক্রিকেট ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হলো। ভারতের রাজধানী দিল্লীতে চলতি রঞ্জি ট্রফির দুটি ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে বায়ু দূষনের কারণে।

রঞ্জি ট্রফির ম্যাচে শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বেঙ্গল ও গুজরাটের। আরেকটি ম্যাচে দিল্লির কার্নাইল সিং স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল হায়দরাবাদ ও ত্রিপুরার। কিন্তু দুটি ম্যাচের একটিও শুরু হতে পারেনি এই দূষণের কারণে। দূষনের কারণ হিসেবে শহরের দূষণ পর্যবেক্ষণ সংস্থা থেকে জানানো হয়েছে, সদ্য শেষ হওয়া দিপাবলিতে অতিরিক্ত আতশবাজি ব্যবহারের ফলে বাতাস ভারি হয়ে গেছে।

এই সংস্থার তথ্য মতে, দিল্লির বায়ুতে ‘পার্টিকুলার ম্যাটারের’ পরিমাণ প্রতি ঘনমিটারে এক হাজার ২০০ মাইক্রোগ্রাম। যা নিরাপদ মাত্রার (প্রতি ঘনমিটারে ২০০ মাইক্রোগ্রাম) ১২ গুণ। সকালে সূর্য উঠলেও ঘন ধোঁয়াশার (ধোঁয়া ও কুয়াশা) কারণে তৈরি হয়েছিল আলোক স্বল্পতা। দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। ফলে রঞ্জি ট্রফির দিল্লীর বাকী ম্যাচগুলো হওয়ার আর সম্ভাবনা নেই। দিল্লিতে ভয়াবহ মাত্রার দূষণের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ১৮০০ স্কুল।

শনিবার সকালে খেলোয়াড়রা মুখে মাস্ক পড়ে মাঠ থেকে বের হয়ে গেছেন।  খেলোয়াড়দের অনেকেই জানিয়েছেন তাদের চোখ জ্বালা করছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল।দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘পরিস্থিতি এতটাই খারাপ যে মাঠে এক ঘণ্টা থাকলেই দূষিত বাতাসের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিনে দূষণ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।’  

বেঙ্গলের অধিনায়ক মনোজ তেওয়ারি বলেন, 'আমার ক্রিকেট ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা প্রথম। তবে কাউকেই দোষ দেওয়া যায় না। আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। আমরা কোন রকম হোটেলে ফিরেছি।'
৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে