রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ১১:৩৬:১১

ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় মৃত্যু, এক সপ্তাহ স্থগিত ম্যাচ

ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় মৃত্যু, এক সপ্তাহ স্থগিত ম্যাচ

স্পোর্টস ডেস্ক: খেলা দেখতে এসে দুটি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় উরুগুয়ে জুড়ে এক সপ্তাহের জন্য সবধরনের ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

গতকাল (শনিবার) কোন রকম  ঝামেলা এড়াতে সতর্কতা স্বরুপ এমন সিদ্ধান্ত নেন দেশটির ফুটবল সংস্থা এই সিদ্ধান্ত নেয়।

গত সেপ্টেম্বরে ছিল ঘরোয়া ক্লাব পেনারোলের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই সময় ২১ বছর বয়সী সমর্থক হার্নান ফিওরিতোর সঙ্গে ঝামেলায় জড়ান আরেক ক্লা্ব নাচিওনালের দুই সমর্থক। ক্লাবের উত্তরীয় চুরির অভিযোগ নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন হার্নান। পরে শনিবার হাসপাতালে তিনি মারা যান।

এই ঘটনায় এখনো ১৫ জন আটক রয়েছে। উরুগুয়ের স্প্যানিশ ভাষার পত্রিকা এল ক্লারিনের বরাতে বিবিসি জানায়, আটকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, ওই ঘটনায় আহত অন্য দুজনকে হাসপাতালে একমাসের বেশি চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেছেন।

এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল ফেডারেশন জানায়, এটা সমস্ত উরুগুয়েনবাসী এবং ফুটবলের জন্যই গুরুত্বপূর্ণ যে, মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নাই। আমরা মনে করি আবেগ, শ্রদ্ধা এবং ফুটবল ক্লাবের জন্য অনুভূতি একটা সীমার মধ্যে প্রতিফলিত হোক।’

এক টুইট বার্তায় পেনারোল ক্লাব জানিয়েছে, বছরের শেষ দিকে ওই সমর্থকের সম্মানে পতাকা অর্ধনিমিত রাখা হবে এবং ম্যাচের সময় খেলোয়াড়রা কালো ব্যাচ পড়ে মাঠে নামবে।
৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে