রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ১১:৪৭:০৮

‘আর্জেন্টিনা পুরোপুরি মেসির উপর নির্ভরশীল’

 ‘আর্জেন্টিনা পুরোপুরি মেসির উপর নির্ভরশীল’

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা রোমান রিকোয়েলমে সাম্প্রতি একটি সাক্ষাতকার দেন। এখানে তিনি দাবি করেছেন আর্জেন্টিনা দল পুরোপুরিভাবে মেসির ওপর নির্ভরশীল এবং মেসিহীন আর্জেন্টিনাকে যেকোন দলই হারাতে পারে।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দশম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে মেসির দল। বাছাপর্বের যে তিনটি ম্যাচে মেসি খেলেছেন, তার তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

অপরদিকে যে সাতটি ম্যাচে মেসি খেলতে পারেননি, তার মধ্যে মাত একটিতে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। ফলে রিকোয়েলমের দাবিকে একেবারেই অস্বীকার করারও উপায় নেই।

ফিফা.কমকে দেয়া সাক্ষাতকারে রিকোয়েলমে আরো বলেন, ‘আশা করি মেসি যাতে আর ইনজুরিতে আক্রান্ত না হয়। কারন যদি সে ইনজুরিতে আক্রান্ত হয়, তাহলে যেকোন দলই আর্জেন্টিনাকে হারাতে পারবে। আমরা ভাগ্যবান যে আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় আছে।

যৌক্তিকভাবেই তাই যখন মেসি খেলে, তখন আমরা শক্তিশালী দলে পরিনত হই। আর সে না খেললে আমরা একটি সাধারন দলে পরিণত হই যাদের যেকোন দলই হারাতে পারে। এই কথাটি আমি আগেও বলেছি এবং সমালোচিত হয়েছি। কিন্তু যখনি আমরা পয়েন্ট অর্জনে ব্যার্থ হই, তখনি মেসির ফিরে আসার জন্য প্রার্থনা করি।’

বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচ ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে।
৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে