বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০১:১৯:৩৩

তারা কখনো শত্রু কখনো মিত্র

তারা কখনো শত্রু কখনো মিত্র

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন তারা। একজন আর এক জনকে গোল করতে সহায়তা করেন। তবে ন্যু ক্যাম্পে তারা সবচেয়ে সেরা দুই বন্ধু হলেও দেশীয় লড়াইয়ে একে অন্যের শত্রুই তারা।

দুই ‘শত্রু’ শিবিরের সেনাপতিও তারা! দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। মুখোমুখি হচ্ছেন মেসি ও নেইমার। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায়।

বার্সেলোনা থেকে বন্ধু নেইমারের ব্যক্তিগত বিমানে চড়েই ব্রাজিলে উড়ে গেছেন মেসি। দুজন আবার বার্সেলোনায় ফিরেও যেতে পারেন একই বিমানে। তবে ম্যাচের ৯০ মিনিটের জন্য বন্ধুত্ব ভুলে একে অন্যের বিপক্ষে জীবন বাজি রেখেই লড়বেন তারা।

এবার নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছেন মেসি ও নেইমার। এর আগে জাতীয় দলের জার্সিতে তিনবার ও ক্লাবের হয়ে একবার মুখোমুখি হয়েছেন দুজন।

মুখোমুখি চার ম্যাচের তিনটিতেই জিতেছেন মেসি। চার ম্যাচে তিনি গোল করেছেন ৬টি। কিন্তু নেইমার মেসির বিপক্ষে এখনো গোল করতে পারেননি। তবে মেসি ইনজুরিতে দলের বাইরে থাকা অবস্থায় আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করেছেন ব্রাজিল ফরোয়ার্ড।

২০১০ সালে প্রীতি ম্যাচে প্রথমবার মুখোমুখি হন মেসি ও নেইমার। দোহায় সেই ম্যাচে ১৮ বছর বয়সি নেইমারকে হারিয়ে দেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। ৯২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটিও করেন মেসিই।

২০১১ সালে আবার মুখোমুখি মেসি-নেইমার। তবে এবার ফিফা ক্লাব বিশ্বকাপে ক্লাবের হয়ে। মেসির জোড়া গোলে বার্সেলোনার কাছে নেইমারের দল সান্তোস হারে ৪-০ গোলে।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবার প্রীতি ম্যাচে মুখোমুখি মেসি ও নেইমার। এবারও জয়ের হাসি হাসেন মেসি। মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা ব্রাজিলকে হারায় ৪-৩ গোলে।

মুখোমুখি শেষ দেখায় অবশ্য জয়ের হাসি হাসেন নেইমার। ২০১৪ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে পেনাল্টি মিস করেন মেসি। দিয়েগো তারদেল্লির জোড়া গোলে ব্রাজিল জেতে ২-০ ব্যবধানে। মেসি-নেইমারের পঞ্চম মুখোমুখি লড়াইয়ে কে জয়ের হাসি হাসেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে