বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৮:১৮:২২

০ ০ ০ ০ ০ ২ ৫ ৬ ৭ ৮ ১২ এভাবেই রান করলেন দশ ব্যাটসম্যান

০ ০ ০ ০ ০ ২ ৫ ৬ ৭ ৮ ১২ এভাবেই রান করলেন দশ ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বৃহস্পতিবার প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়ে খুলনা টাইটানস। প্রথমে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েছে রংপুর রাইডার্স।

তবে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। মাত্র ৪৪ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে মাঠ ছাড়ে খুলনা টাইটানস। ১০.৪ বল খেলেই তারা গুটিয়ে যায়। ১৫ রানের মধ্যেই তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল।

আর খুলনার দলের পক্ষে ০ ০ ০ ০ ০ ২ ৫ ৬ ৭ ৮ ১২ এভাবে রান করেন ব্যাটসম্যানরা। একমাত্র শুভাগত হোম দুই অঙ্কের রান করতে সক্ষম হয়েছেন। তিনি করেছেন ১২ রান।

আরিফুল হক (৮), নুর আলম (৭), ওপেনার আবদুল মাজিদ (৬), রিকি ওয়েলেস (৫) এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ২ রান করেন। এছাড়াও শূণ্য রানে আউ হয়েছেন অলিক কাপালি, নিকোলাস পুরান, জুনায়েদ খান, সাইফুল ইসলাম।

বিপিএলে এর আগে এই সর্বনিম্ন রানের রেকর্ড ছিল সিলেট রয়্যালসের। ২০১৩ সালে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিলো সিলেট রয়্যালস। এছাড়া গত আসরে কুমিল্লার বিপক্ষে ৮২ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে