বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৮:৩০:১৫

মিরপুরে আফ্রিদির অবিশ্বাস্য বোলিং, মাত্র ১২ রান দিয়ে পেলেন ৪ উইকেট

মিরপুরে আফ্রিদির অবিশ্বাস্য বোলিং, মাত্র ১২ রান দিয়ে পেলেন ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সর্বনিম্ম রানের রেকর্ড গড়ল খুলনা টাইটান্স।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানেই অলআউট হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ডটা বরিশাল বুলসের।

গত আসরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ৫৮ রানেই গুটিয়ে যায় বরিশাল। বিপিএলের আগের সর্বনিম্ন রানের দলীয় স্কোর ছিলো ৬৭। ২০১৩ সালে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৬৭ রানে অলআউট হয় খুলনা রয়্যাল বেঙ্গলস।

২০১৩ সালে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিলো সিলেট রয়্যালস। এছাড়া গত আসরে কুমিল্লার বিপক্ষে ৮২ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। গতকাল বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৩ রানে হারায় খুলনা। দিনের অপর ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ৯ উইকেটে হারায় রংপুর রাইডার্স।

আজ বৃহস্পতিবার প্রথম ম্যাচে জয় পাওয়া এই দুই দল আবার মাঠে নেমেছে। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েছে রংপুর রাইডার্স। তবে শুরুটা ভালো হয়নি খুলনার। প্রথম ওভারের দ্বিতীয় বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন সোহাগ গাজী। এরপর তৃতীয় ওভারে আবদুল মজিদের উইকেট হারায় খুলনা।

আরাফাত সানির বলে রান দিতে গিয়ে রান আউট হন মজিদ। দলের রান তখন ১০। এরপর দলীয় ১৫ রানে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারায় টাইটান্সরা। পরের ওভারে রিকি ওয়েলেসকে বোল্ড করেন শহীদ আফ্রিদি

এরপর একের পর ব্যাটসম্যানকে হারায় খুলনা। আফ্রিদি-আরাফাত সানিদের বিপক্ষে দাঁড়াতেই পারছিলেন না খুলনার ব্যাটসম্যানরা। শেষ পর্যনত মাত্র ৪৪ রানে অলআউট হয় রিয়াদের দল। সবোর্চ্চ ১২ রান করেন শুভাগত হোম।

রংপুরের শহীদ আফ্রিদি ১২ রানে চারটি, আরাফাত সানি কোনো রান না দিয়ে তিনটি উইকেট নেন। এছাড়া সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন একটি করে উইকেট নেন।
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে