বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৯:০২:০৩

আট ওভারেই জিতে গেল রংপুর রাইডার্স

আট ওভারেই জিতে গেল রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: খুলনা টাইটানসের ছুঁয়ে দেয়া ৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আট ওভারেই জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মাত্র এক উইকেট হারিয়ে বাকি নয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় সৌম্য- আফ্রিদিরা।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন রান স্কোরে অলআউট হয়েছে খুলনা টাইটান্স। ১০.৪ ওভার ব্যাট করে সব’কটি উইকেট হারিয়ে তারা তুলতে করেছে মাত্র ৪৪ রান।

রংপুর দলের পক্ষে সৌম্য সরকার ১৩ ও মোহাম্মদ মিথুন ১৫ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ শাহজাদ ১৩ রান করে আউট হন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লজ্জার মুখোমুখি হয় খুলনা টাইটান্স। বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড গড়ে তারা। প্রথম ম্যাচটি দারুণভাবে জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। ১০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করে মাত্র ৪৪ রান।

ব্যাট হাতে খুলনার নিকোলাস পুরান (০), আব্দুল মাজিদ (৬), মাহমুদউল্লাহ রিয়াদ (২), রিকি ওয়েসেলস (৫), অলক কাপালি (০), শুভাগত হোম (১২), আরিফুল হক (৭), জুনায়েদ খান (০), নুর আলম (৮) ও মোহাম্মদ আসগর (০)।

ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্যরানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। বল হাতে রংপুরের শহিদ আফ্রিদি ৪টি ও আরাফাত সানী ৩টি উইকেট নেন।
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে