বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১০:১৭:১৮

মুস্তাফিজের সেই হায়দরাবাদের ম্যাচ দিয়েই এবার আইপিএল শুরু

মুস্তাফিজের সেই হায়দরাবাদের ম্যাচ দিয়েই এবার আইপিএল শুরু

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার একসপ্তাহের মধ্যেই এবার আইপিএল শুরু হয়ে যাচ্ছে। বিসিসিআই জানিয়েছে, ২০১৭-র আইপিএল শুরু হবে ৫ এপ্রিল। ফাইনাল ঠিক হয়েছে ২১ মে।

সানরাইজার্স হায়দরাবাদ যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, আইপিএলের নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ এবার তাই অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। উল্লেখ্য, আইপিএলের গত আসরের বাংলাদেশি কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে।

বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, আইপিএলের ক্রীড়াসূচি চূড়ান্ত অনুমোদনের জন্য় লোধা কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত এলে, ২৯ ম্যাচ ধরমশালায় চতুর্থ টেস্ট খেলে উঠেই একসপ্তাহের কম সময়ের মধ্যে আইপিএল খেলতে নেমে পড়তে হবে। এমনই ঠাসা ক্রীড়াসূচি, ২১ মে আইপিএল ফাইনাল শেষ হওয়ার ১০ দিনের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘোষিত সূচি অনুযায়ী ইংল্যান্ডে ১ জুন থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলের অন্তত ১৫ দিন পর পরবর্তী টুর্নামেন্ট খেলার প্রস্তাব দেয় লোধা কমিটি। বিসিসিআই-এর বক্তব্য, ২০১৭-য় এই প্রস্তাব মেনে চলা সম্ভব হবে না।

আইপিএল পরিচালন পর্ষদের বৈঠকে ঠিক হয়েছে, এবার খেলোয়াড়দের অকশন হবে আগামী ৪ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।- তথ্যসূত্র এই সময়
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে