বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১১:২০:২৭

সাঙ্গাকারার কাছ থেকে শিখবেন টাইগার নাসির

সাঙ্গাকারার কাছ থেকে শিখবেন টাইগার নাসির

স্পোর্টস ডেস্ক: ঢাকা ডাইনামাইটস দলের নাসির হোসেনের সবচেয়ে বড় প্রাপ্তি হল দলে দুই লঙ্কান কিংবদন্তির উপস্থিতি। তারা হলেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাসির জানালেন দলে এত অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভূমিকা অনেকটা শিক্ষকের মত। আর তাদের উপস্থিতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

নাসির বলেন, ‘সাঙ্গাকারা, রবি বোপাদের সঙ্গে আমি আগেও খেলেছি। ওদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। কিভাবে চলাফেরা করে, ব্যাটিং প্রস্তুতি কিভাবে নেয়, ম্যাচের প্রস্তুতি কিভাবে নেয়- এগুলো শেখার আছে।

জয়াবর্ধনে-সাঙ্গাকারা হচ্ছেন কিংবদিন্ত ক্রিকেটার। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চেষ্টা করছি ওদের কাছ থেকে কিছু নেওয়ার।’

নাসির জানালেন, শুধু ক্রিকেট নয় ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বললেন, ‘খেলাধুলার ব্যাপার কথা কম হয়।

অন্য অনেক বিষয়ে অনেক কথা। খেলায় যদি আমরা কিছু ভুল করি তাহলে সে এসে বলে যে এমন-এমন করা উচিত, তাহলে ভালো। ওরা অনেক ফ্রেন্ডলি।’

আগের ম্যাচেই বরিশাল বুলসের বিপক্ষে মিরপুরে দারুণ এক ক্যাচ নিয়েছেন নাসির। ফিল্ডিংয়ের ব্যাপারে বরাবরই তুখোড় নাসির। বললেন, ‘আমি এর আগে এর চেয়েও ভালো ক্যাচ ধরেছি। আমি ফিল্ডিং উপভোগ করি।

বিশ্বাস ছিল অবশ্যই আমি ধরতে পারবো। আত্মবিশ্বাস ছিল। তবে কিছু কিছু ক্যাচ থাকবে এমন আপনি চেষ্টা করবেন হয়তো হবে হয়তো না। আমি চেষ্টা করেছি, হয়ে গেছে।-খেলাধুলা
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে