স্পোর্টস ডেস্ক : বিশ্বের হার্টহিটার ব্যাটসম্যানদের নাম নিলে ম্যাক্সওয়েলের নামটি আসে সর্বাগ্রেই। এবার বিপদে পড়া অস্ট্রেলিয়াকে রক্ষা করলেন তিনি। অ্যাসেজ সিরিজের ৪র্থ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই হোচট। দুই ওপেনার চরম ব্যর্থ। ৩টি উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
পরে ব্যাট হাতে নামেন ম্যাক্সওয়েল। এই ম্যাক্সয়েল তার জীবনের অন্যতম সেরা একটি ইনিংস উপহার দেন এদিন। ফাঁদে পড়া অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় ম্যাক্সওয়েলের অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাধে।
ঝড়ো ব্যাটিংয়ে ৮৫ রান করেছেন তিনি। ৬৪ বল খেলে ১০ চার ও দুই ছয়ে এই ইনিংসটি সাজান তিনি। ম্যাক্সওয়েলকে সঙ্গ দেন জর্জ বেইলি।
এই ঝুটি থেকে আসে ১৩৭ রান। অস্ট্রেলিয়া রান সংগ্রহের দিক থেকে এখন যেন দ্রুত ঘোড়ার পিঠে রয়েছে। ৬ উইকেট হাতে রেখে ৩৯ ওভারে ২০৮ রান করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া বেশ বড় সংগ্রহের দিকেই যাচ্ছে। শুক্রবারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জয় পেলে অ্যাসেজের ওয়ানডে সিরিজ জিতে নেয়া হবে তাদের।
১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর