শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪০:৫৬

যে ম্যাচটি খেলে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন মুশফিক

যে ম্যাচটি খেলে ইতিহাসের সাক্ষী হয়ে আছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেপ্টেম্বর ২০১১ থেকে শুরু করে বর্তমানেও তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান।

ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। এ ছাড়াও তার একটি পরিচায় হলো। তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী।

মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই কৃতি গড়েন। ৩২১টি বল মোকাবিলা করে ২২ চার ও ১টি ছয়ের সাহায্যে ২০০ রান করেন মুশফিক। ২০১৩ শ্রীলঙ্কা সফরে এই ম্যাচটি খেলে টাইগারদের ইতিহাসের সাক্ষী হয়ে আছেন মুশফিকুর রহিম।  
১১ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে