রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০২:৩১:১৭

বরিশালের ৫ ব্যাটসম্যানই এবার সাজঘরে

বরিশালের ৫ ব্যাটসম্যানই এবার সাজঘরে

স্পোর্টস ডেস্ক: করুণ হালে বরিশাল। খুবই বাজে সময় তো যাচ্ছেই। এখন খুবই বাজে মুহূর্ত পার করছে তারা। প্রতিপক্ষ ঢাকা। ঢাকার বোলারদের কাছে পাত্তাই পাচ্ছেন বরিশালের ব্যাটসম্যানরা।

৫জন মূল ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে বরিশাল। এখন তারা সবাই সাজঘরে। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কেউ। তাদের মধ্যে মোটামুটি রান পেয়েছেন মুশি।

বরিশালের টিকে থাকার ম্যাচ এটি। মিরপুরে এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বরিশাল। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা ভালো হলো না তাদের। শুরুতেই বিপদ বরিশাল শিবিরে। দুই ওপেনার পুরোপুরি ব্যর্থ এবারও।

ওপেনিংয়ে পরিবর্তন নিয়ে ঢাকার বিপক্ষে মাঠে নামে বরিশাল। শাহরিয়ার নাফীস ও দিলশান মুনাবিয়া ওপেনিংয়ে নামেন। প্রতিবারের মত এবারও ব্যর্থ মুনাবিয়া। মুনাবিয়া ১০ রান করে বিদায় নিয়েছেন।

অন্যদিকে নাফীসের অবস্থা আরও করুন। তিনি ৩টি রান করতে পেরেছেন। এর পরেই সাজঘরে ফেরেন তিনি। দুই ওপেনারকে হারিয়ে বড় বিপদে বরিশাল টিম। দলীয় ২১ রানের মাথায়ই দুটি বড় উইকেটের পতন হয় বরিশালের।

এর পরে জীবন মেন্ডিস মাত্র ৭ রান করে আউট হন। মুশফিক ৩৬ এবং নাদিফ ২১ রান করে আউট হন। ১৬ ওভার দুই বলের খেলা শেষে বরিশালের রান মাত্র ৯৬।

টানা ৪ হারে এমননিতেই টুর্ণামেন্ট থেকে ছিটকে পড়ার অপেক্ষায় বরিশাল। সে হিসেবে আজকের ম্যাচ বরিশালের জন্য পুরোপুরি টিকে থাকার ম্যাচ। কিন্তু এমন ম্যাচেও ভালো সূচনা হয়নি দলটির।

এবার হয়তো সেমি-ফাইনালে যাওয়া হবে না বরিশাল বুলসের। হারের বেদনা নিয়েই ২০১৬ বিপিএলকে বিদায় জানাতে হবে তাদের।
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে